বাংলাহান্ট ডেস্ক : গত দিন দুয়েক ধরেই হাড়কাঁপানো শীত রাজ্যে। আবহবিদরা জানিয়েছিলেন এখন বাংলার পারদ নিম্নমুখী হলেও সপ্তাহান্তে আবারও শীতের পথে ভিলেন হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। যা চলতে পারে শুক্রবার অবধি। থাকছে তুষারপাতের সম্ভাবনাও।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা :১২° সেলসিয়াস
আদ্রতা : ৯৩%
বাতাস : ১১.১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৯%
আজকের আবহাওয়া
আজ আকাশ পরিষ্কার থাকলেও সকাল এবং সন্ধ্যেয় কুয়াশা বা ধোঁয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২° সেলসিয়াস। আজ গোটা রাজ্য জুড়ে উত্তরে হাওয়ার প্রভাবে বেশ জাঁকিয়েই থাকবে শীত। তবে আগামীকাল থেকেই আবারও বদলে যাবে শহরের আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে গোটা রাজ্য জুড়ে।
inter
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আজ মূলত পরিষ্কার থাকবে আকাশ। কিন্তু আগামীকালের পর থেকে আবারও তাপমাত্রা পরিবর্তন সম্ভাবনা রয়েছে। ২০ তারিখ দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ২১ তারিখ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ৫টি জেলাতেই। থাকছে তুষারপাতের সম্ভাবনাও। আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫° সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ মোটামুটি শুকনো আবহাওয়া থাকলেও আগামীকাল থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা। শুক্রবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং কলকাতায়। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ঘোরাঘুরি করবে ২৩° সেলসিয়াস থেকে ৮° সেলসিয়াসের মধ্যে।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গের কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কিছু জায়গা ধোঁয়াশায় ঢাকা থাকবে সকালবেলা।