বাংলা হান্ট নিউজ ডেস্ক: তারকা অ্যাথলিট নীরজ চোপড়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। আবারো একবার নিজেই নিজের রেকর্ড ভেঙেছে নীরজ। জুন মাসের ১৪ তারিখে কন্টিনেন্টাল ট্যুরে ফিনল্যান্ডের মাটিতে আয়োজিত পভো নুরমি গেমস ২০২২-এ অংশগ্রহণ করেছিলেন তারকা জ্যাভলিন থ্রোয়ার। সেখানেই নিজের টোকিও অলিম্পিক এর রেকর্ড ভেঙেছেন তিনি।
টোকিও অলিম্পিকের পর প্রথমবার কোন প্রতিযোগিতামূলক ইভেন্টে নেমেছিলেন নীরজ। তার টোকিও অলিম্পিকে কীর্তির কথা এখনো ভুলে যাননি ক্রীড়াপ্রেমীরা। এখানে ৮৭.৫৮ মিটার দূরত্বে বর্শা ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে নিজের দেশকে সোনা এনে দিয়েছিলেন নীরাজ। আর পভো নুরমি গেমসে তার ছোড়া জ্যাভলিন মাটিতে যখন গেঁথে গেল তখন সেটি অতিক্রম করেছে ৮৯.৩০ মিটার দূরত্ব।
তাকে শুভেচ্ছা জানিয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “স্বর্ণ তারকা নীরজ চোপড়া আবার করে দেখিয়েছেন। তিনি পভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে নতুন মাইলফলক ছুঁয়েছেন। উত্তেজক মুহূর্ত। আপনাদের তার এই নিক্ষেপটি দেখা উচিত।”
Golden Great @Neeraj_chopra1 does it again !
• Neeraj Chopra threw 89.30 metres at Paavo Nurmi Games to create a new National Record !
Absolutely THRILLED 😎
You’ve got to see his throw ! pic.twitter.com/wwKYLj9KU3
— Anurag Thakur (@ianuragthakur) June 14, 2022
প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, “আমাদের সুগঠিত অলিম্পিয়ান নীরজ চোপড়া একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ফিনল্যান্ডের মাটিতে ৮৯.৩০ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে নতুন রেকর্ড গড়েছেন।” নীরজ চোপড়াকে একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম গম্ভীরও।