৫০ বছর বয়সে ফের স্কুলে ফিরে গেলেন শ্রীলেখা

বাংলা হান্ট ডেস্ক : জীবনের মাঝ বয়সে এসে শৈশবে ফিরে যেতে কার না মন চায়! সত্যিই যদি এমন কোনও টাইম মেশিন থাকত তাহলে নিজের শৈশবকাল থেকে বোধহয় সবাই একবার করে ঘুরে আসতে চাইত। তবে টাইম মেশিন ছাড়াই যে এমনটা করা যায় সেটাই প্রমাণ করে দেখালেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ডিসেম্বরের মিঠে রোদে ঝপ করে ফিরে গেলেন স্কুলের দিনগুলিতে।

এইদিন শ্রীলেখা পরে ছিলেন সাদা টপের ওপর লাল সোয়েটার, সঙ্গে লাল কালো চেক স্কার্ট। সেই সাথে মাথার উপর বাঁধা দুটো ঝুঁটি, চোখে দিয়েছেন সানগ্লাস। শ্রীলেখাকে দেখে কে বলবে যে তিনি এক কন্যার মা! স্কুলছাত্রীর তকমাই যেন ভালো মানায় তাকে। কিন্তু কেন? ছবির শুটিং নাকি অন্যকিছু? আসল টুইস্টটা তো অন্য জায়গায়।

আসলে শ্রীলেখা মিত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে যে কারোরই মনে হতে পারে যে, অভিনেত্রী হয়ত স্কুলে ফিরলেন। এইদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অক্সিলিয়াম অ্যালুমনি। স্কুলের দিনগুলো ফিরে দেখা। অনেক বছর পর ওঁদের কিছুজনের সঙ্গে দেখা, কয়েকজনকে মিস করলাম।’ অর্থাৎ স্কুলের বান্ধবীদের সঙ্গে ফের একবার ছোটবেলায় ফিরে গেলেন অভিনেত্রী।

আরও পড়ুন : ‘বিক্রি হয়ে গেছে প্রশ্ন, কারও চাকরি হবে না!’ টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু

অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সেও দেখা গেল অনুরাগীদের ভিড়। কেউ লিখলেন, ‘স্যুইট সিক্সটিন’। অভিনেত্রীর স্কুলের অপর এক প্রাক্তনী লিখলেন, ‘নস্ট্যালজিয়া, সেইসব দিনগুলো আমাদের সবথেকে ভাল দিন ছিল।’ এক ভক্ত আবার প্রশংসা করে বললেন, ‘ইউনিফর্মে দুর্দান্ত দেখাচ্ছে’।

আরও পড়ুন : বিষ প্রয়োগের পর ফের বড় ঝটকা, এবার দাউদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল ভারত! ঘুম উড়ল ডনের

screenshot 2023 12 24 17 49 37 82 1c337646f29875672b5a61192b9010f9

প্রসঙ্গত উল্লেখ্য, দমদমের অগজিলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্রী ছিলেন শ্রীলেখা মিত্র। ডিসেম্বরের মাঝে সেখানেই পৌঁছে গেছিলেন দলবল নিয়ে। আসলে প্রত্যেকবছরই শীত পড়তেই সেই স্কুলে প্রাক্তনীরা এসে কোনও একদিন মিলিত হন, এবারও তেমনই এক রি-ইউনিয়নে শ্রীলেখাও হাজির ছিলেন। তবে একথা মানতেই হবে যে শ্রীলেখার এইসব ছবি দেখে ভক্তরাও ফিরে গেলেন স্মৃতিচারণে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর