‘এমন ভাব করছেন যেন যাদবপুরে…..’ স্বপ্নদীপ কাণ্ডে এ কী বললেন জুন আন্টি ঊষসী? ছড়াল বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadip Kundu) মৃত্যু যেন খুলে দিয়েছে প্যান্ডোরা বক্স। ইতিমধ্যেই র‌্যাগিং (Ragging) তত্ত্ব নিয়ে মুখ খুলেছেন একাধিক মানুষ। রাজ্যের ছাত্ররা তো বটেই পাশাপাশি মুখ খুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউড তারকারাও। তারমধ্যেই এক বড়সড় মন্তব্য করে বসেছেন টলি নায়িকা ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) । আর অভিনেত্রীর এই কথার ধরণে বেশ চটেছে রাজ্যের মানুষজন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় পরপর গ্রেফতারি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ৯ জনকে হেফাজতে নিয়েছেন। রাতভর চলছে জিজ্ঞাসাবাদ। জোরকদমে এগিয়ে চলেছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, ঐদিন রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যকার ১৫ মিনিটেই লুকিয়ে রয়েছে মৃত্যকাণ্ডের রহস্য। যতবেশি জট খুলছে ততবেশি জল্পনা বাড়ছে আমজনতার মধ্যে। তারই মধ্যে মুখ খুললেন টলি অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।

   

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীময়ী খ্যাতি জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী নিজেও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এমতাবস্থায় প্রাক্তনী হিসেবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কী মতামত? এক সর্বভারতীয় মিডিয়া চ্যানেলে এমনটাই প্রশ্ন করা হয়েছিল ঊষসীকে। প্রশ্নের উত্তরে জুন আন্টি জানান, তিনি তো জানতেনই না যে যাদবপুরে র‌্যাগিং হয়। তার কথায়, ‘আমি এখানে এমফিল পিএইচডি করেছি। আমাদের ক্যাম্পাস লাইফে আমরা মজাও করেছি, পড়াশোনাও করেছি‌। আমি তো জানতামই না যে মেন বয়েস হোস্টেলে এরকম র‌্যাগিং হয়।’

আরও পড়ুন : একধাক্কায় দাম কমল জ্বালানির! দেখে নিন বাংলায় আজ কততে বিকোচ্ছে পেট্রল-ডিজেল?

20230817 160048 0000

অভিনেত্রীর এই মন্তব্যে কার্যত চমকেই গেছে রাজ্যের মানুষজন। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং তত্ত্ব নিয়ে প্রায় সকলেই অবগত। এর আগেও একাধিকবার সামনে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নোংরা র‌্যাগিং কালচার। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঊষসীর মন্তব্যের বিরোধীতা করেছেন অনেকেই। যদিও তিনি এটাও বলেছেন যে, তিনি চান অবিলম্বে যেন র‌্যাগিং বন্ধ হয়।

আরও পড়ুন : পুজো কমিটির জন্য বিরাট সুখবর, ফের অনুদান বাড়াতে পারে রাজ্য সরকার! বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

এরপরেই ঊষসীর কাছে প্রশ্ন ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অর্থাৎ  বাম আমলেও যাদবপুর থেকে মাও-লিঙ্ক খুঁজে পাওয়া গেছে। যে কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে যাদবপুরকে মাওবাদীদের আঁতুরঘরও বলা হত। এমতাবস্থায় কেন যাদবপুরে সিসিটিভি লাগানো হবেনা? জবাবে ঊষসী বলেন, ‘আপনারা এমন একটা ভাব করছেন যেন যাদবপুরে লেখাপড়া কিছুই হয়না। সবাই সমসময় অন্ধকার কোন একটা জায়গায় ডুবে বসে থাকে। ব্যাপারটা মোটেও তা নয়।’

আরও পড়ুন : স্টেশনে-স্টেশনে মিলবে সস্তার ওষুধ! যাত্রী সুবিধার্থে যুগান্তকারী সিদ্ধান্ত ভারতীয় রেলের

ju student death (3)

পাশাপাশি এইদিন তাকে জিজ্ঞেস করা হয় যাদবপুরের প্রাক্তনী হিসেবে তিনি কেন সিসিটিভি লাগানোর দাবি করছেননা। যদিও এই প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছু বলতে পারবনা। তবে আমি চাই অবিলম্বে র‌্যাগিং বন্ধ হোক।’ ঊষসীর তরফ থেকে এমন গা বাঁচানো উত্তর পেয়ে বেশ ভালোই ক্ষুব্ধ হয়েছে সাধারণ মানুষ। উল্লেখ্য, স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর তদন্ত গিয়ে একাধিক সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সামনে। সামনে আসছে কর্তৃপক্ষের উদাসীনতাও। স্বপ্নদীপ কি ন্যায় পাবে? সেটা তো সময়ই বলবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর