বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোর একদিন পরেই ভাইফোঁটার আনন্দে মাতোয়ারা শহর। দাদা ভাইদের দীর্ঘায়ু কামনায় উপোস করে ফোঁটা দিয়েছেন দিদি বোনেরা। রাজনৈতিক জগতে প্রতি বছরই এদিনটা বিশেষ ভাবে উদযাপন করে থাকেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আর তৃণমূল নেতাকে ফোঁটা দিতে কার্যত নামল টলিপাড়ার নায়িকাদের ঢল।
অরূপ বিশ্বাসের (Arup Biswas) ভাইফোঁটার অনুষ্ঠানে টলি নায়িকারা
অরূপ বিশ্বাসের (Arup Biswas) ভাইফোঁটার আয়োজন এদিন কার্যত পরিণত হয়েছিল ছোটখাটো টলি পার্টিতে। বেগুনি শাড়ি, মুক্তোর গয়নায় সেজে ভাইফোঁটার থালি হাতে এসেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, তৃণা সাহার মতো তারকারা।
কারা ছিলেন ভাইফোঁটায়: এসেছিলেন কৌশানী মুখোপাধ্যায়, মানালি দে, সায়নী ঘোষ, ঐন্দ্রিলা সেন, রণিতা দাসরাও। বিধায়ক, সাংসদ সহ তৃণমূলের সঙ্গে যুক্ত তারকারা উপস্থিত থাকেন অরূপ বিশ্বাসের (Arup Biswas) ভাইফোঁটার অনুষ্ঠানে। সেই সঙ্গে ইন্ডাস্ট্রির অন্য তারকাদেরও দেখা মিলল এদিন। অন্যদিকে অনুষ্ঠানের মধ্যমণি অরূপ বিশ্বাসকে (Arup Biswas) দেখা গেল তসরের পাঞ্জাবি, পাজামায়।
আরও পড়ুন : বিপদসীমার উপরে ধাপা, যে কোনও সময় ঘটতে পারে বিপর্যয়! আরও ৭৩ হেক্টর কৃষিজমি অধিগ্রহণ পুরসভার
কী উপহার দিলেন মন্ত্রী: একে একে ফোঁটা দিয়ে অভিনেত্রীদের সঙ্গে ছবিও তুললেন রাজ্যের মন্ত্রী। ভাইফোঁটায় দাদার থেকে কী উপহার পেলেন তারকা বোনেরা? নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রিয় অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানান, খুব সুন্দর একটি শাড়ি উপহার দিয়েছেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। দাদার উপহার পেয়ে খুশি তিনিও।
আরও পড়ুন : বাতাসে মিশেছে বিষ, একদিনেই হাসপাতালে রোগীর সংখ্যা দ্বিগুণ! কী আশঙ্কা করছেন চিকিৎসকরা?
ভাইফোঁটা মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তারও ঢালাও ব্যবস্থা রেখেছিলেন মন্ত্রী। জানা গিয়েছে, অরূপ বিশ্বাসের ভাইফোঁটার অনুষ্ঠানে এবার খাওয়াদাওয়ার মেনুতে ছিল ঘি, ভাত, ডাল, লঙ্কার পকোড়া, বেগুন সুন্দরী, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, কই মাছ, মাটন, চালতার চাটনি, পাঁপড়, মিষ্টি, নলেনগুড়ের আইসক্রিম এবং পান।