ইউভান-কবীররাই টলিউডের ভবিষ্যতের স্টার, শুভশ্রী-কোয়েলের ছেলেরা কলকাতার কোন স্কুলে পড়ে জানেন?

বাংলাহান্ট ডেস্ক: স্টারকিডদের (Starkid) প্রসঙ্গ উঠলে সবার আগে বলিউডের নামই মাথায় আসে। কিন্তু টলিউডেও তারকা সন্তানরা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), কোয়েল মল্লিকরা (Koel Mallick) তারকা সন্তান হিসেবে যে পরিচিতিটা পাননি, সেটা এখন পাচ্ছে তাঁদের সন্তানেরা। তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee), কবীর সিং রানে (Kabir Singh Rane), ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty), ঈশান দাশগুপ্তর মতো আগামী প্রজন্মকে নিয়ে স্পষ্টতই কৌতূহল দেখাচ্ছে নেটিজেনরা।

শুভশ্রী, কোয়েল, নুসরতদের সন্তানরাই টলিউডের আগামী প্রজন্ম। এই খুদেরা জন্মের পর মুহূর্ত থেকেই সোশ্যাল মিডিয়া তারকা হয়ে উঠেছে। কয়েকজন ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে স্কুলে। টলিপাড়ার এই তারকা সন্তানরা কে কোন স্কুলে পড়ে সেই তথ্যই রইল এই প্রতিবেদনে-

Tollywood starkids go to kolkata this school

তৃষাণজিৎ চট্টোপাধ্যায়– টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তিনি। এখনো পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন তৃষাণজিৎ। বর্তমানে ইউরোপে থেকে পড়াশোনা করছেন তিনি।

Tollywood starkids go to kolkata this school

কবীর সিং রানে– কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানের একমাত্র পুত্র কবীর। তিন বছরে পা দিয়েছে পুঁচকে। গত বছরেই অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছেন তাঁরা। কলকাতারই এক নামী স্কুলে কবীরকে ভর্তি করিয়েছেন কোয়েল এবং নিসপাল।

Tollywood starkids go to kolkata this school

ইউভান চক্রবর্তী– মাস কয়েক আগেই প্লে স্কুলের পাট চুকিয়ে ছেলের বড় স্কুলে ভর্তি হওয়ার খবর দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লাল টিশার্ট, ডেনিম হাফ প্যান্ট, পায়ে জুতো মোজা গলিয়ে, গলায় আই কার্ড আর পিঠে ব্যাগ নিয়ে নতুন স্কুলে যেতেও দেখা গিয়েছিল ইউভানকে। ছেলেকে দ্য হেরিটেজ স্কুলে ভর্তি করেছেন রাজ শুভশ্রী।

Tollywood starkids go to kolkata this school

আদিদেব চট্টোপাধ্যায়– স্টারকিডদের কথা উঠলে আরেকজনের কথা না বললেই নয়। সুদীপা চট্টোপাধ্যায়ের আদরের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ও নেটনাগরিকদের চোখের মণি। এই পু্ঁচকে পড়ে সেন্ট জেমস স্কুলে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর