‘যারা এসেছে সবাই আঁতেল’, বাংলা ইন্ডাস্ট্রির অধঃপতন নিয়ে বিস্ফোরক ডাকসাইটে খলনায়ক সুমিত গাঙ্গুলী

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলি দুনিয়ার একজন মহারথী হলেন সুমিত গঙ্গোপাধ্যায় (Sumit Ganguly)। খলনায়কও যে এতটা জনপ্রিয়তা পেতে পারে, তা অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের পরে দেখিয়েছিলেন সুমিত গঙ্গোপাধ্যায়ই। প্রজন্ম বদলেছে, এসেছেন অনেক নতুন অভিনেতা। তবে পুরনো স্বাদ আজও দর্শকদের মুখে লেগে আছে। তবে আজ বহু বছর হয়ে গেল, কোথায় গেলেন বাংলা ছবির সেই ডাকসাইটে খলনায়ক?

তার ধূষর চোখের চাহনী দেখলেই হাড় হিম হয়ে যেত ভক্তদের। দীর্ঘ চল্লিশ বছরের কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। অভিনয় করেছেন প্রায় ৩০০-রও বেশি সিনেমায়। তবে এহেন তারকাই এখন সম্পূর্ণ গায়েব। তার সময়কার অনেক অভিনেতা অভিনেত্রীই এখন চুটিয়ে কাজ করলেও তিনি সম্পূর্ণ অদৃশ্য। দর্শকদের অনেকেই এই প্রিয় অভিনেতার কামব্যাকের অপেক্ষায় দিন গুনছেন।

দিনকয়েক আগেই এই বিষয়ে এক খোলামেলা আলোচনায় বসেছিলেন সুমিত। কুখ্যাত খলনায়কের কথায়, তিনি যে পরিচালকদের সঙ্গে কাজ করতেন তারাই হারিয়ে গিয়েছেন। অভিজ্ঞ অভিনেতা বিষ্ফোরণ ঘটিয়ে বলেন, এখন যে সমস্ত ছেলেমেয়েরা এসেছে সবকটা আঁতেল। সিনেমাই বোঝে না তারা। অদ্ভূত অদ্ভূত সব সাবজেক্ট নিয়ে ছবি তৈরি হচ্ছে।”

আরও পড়ুন : TRP তুলতে মা হবে কমলা! বাচ্চা মেয়ের প্রেগনেন্সির খবরে রেগে কাঁই নেটজনতা

অভিনেতার আরও সংযোজন, ‘একটা হাত নেই, একটা পা নেই, সে নাকি হিরো! এমন আসছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বাজারে গিয়ে টমেটো দর করছে, পচা মাছ দর করছে, একটা ছোট্ট ঘিনঘিনে বস্তিতে থাকে, সে হিরো। দর্শকদের ভালো লাগবে দেখতে? আইনক্সে ঝকঝকে পর্দায় বসে দেখছে, একটা নোংরা বস্তি সাবজেক্ট। চলবে সেই সিনেমা?’

আরও পড়ুন : ‘তেলুগু সিনেমা আমায় সম্মানটা ফিরিয়ে দিয়েছে’, বাংলা ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ উগরে দিলেন যিশু

maxresdefault (4)

এককালীন খলনায়ক সুমিত বলেই ফেলেন, এইসব হিরোদের তিনি কি মারবেন? সেরকম মারধোরের, সলিড গল্প হলে তবেই তিনি আগ্রহ দেখাবেন। কমার্শিয়াল ছবি হিট হওয়ার পেছনের গল্পটা আজকের মানুষজন দেখেইনি। এইসব কারণেই ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকেন তিনি। এমনকি তার মেয়েও আজকাল ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকেন। সে কখনোই গ্ল্যামার জগতে আসতে চায়না। বরং সে শিক্ষকতার দুনিয়াতেই ভালো আছে। তবে যেহেতু তার মেয়ের গানের গলা অসাধারণ তাই তাকে প্লে ব্যাক সিঙ্গার হিসেবে দেখা গেলেও যেতে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর