টলিউডে শোকের ছাঁয়া, চলে গেলেন এই পরিচিত অভিনেতা

Published On:

বাংলা hunt ডেস্ক : গত ৭ ই মে প্রয়াত হলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা মৃনাল মুখোপাধ্যায়।দীর্ঘ কয়েক দশক ধরে তিনি যুক্ত অভিনয় জগতের সাথে।শুধু তাই নয়, একসময় গান গেয়েও শ্রোতাদের মন ভরিয়েছিলেন তিনি।একধারে যেমন নাটকে অভিনয় করতেন তেমন ছোটো এবং বড়োপর্দায় অবাধ বিচরণ ছিলো তার।জানা গেছে দীর্ঘদিন ধরে ক‍্যান্সারে ভুগছিলেন তিনি।

কিন্তু বিষয়টি অন‍্য বাঁক নেয় সম্প্রতি তার জন্ডিস পড়লে।এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন এই অভিনেতা।তার এমন চলে যাওয়ায় শোকাচ্ছন্ন টলিমহল।ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রসেনজিৎ চ‍্যাটার্জী।

প্রসঙ্গত, তার সন্তানেরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।ছেলে দেবপ্রিয় অভিনেতা, মেয়ে জোজো সুগায়িকা আর টিনা একজন ফ‍্যাশন কোরিয়োগ্রাফার।

X