বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জগতের নতুন নায়িকাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলেন ‘তোমাদের রাণী’ (Tomader Rani) খ্যাত অভীকা মালাকার (Abhika Malakar)। এই সিরিয়ালে (Tomader Rani) রাণীর চরিত্রে অভিনয় করে অল্প দিনেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভীকা। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকদের কাছেও অভীকা এখন বেশ পরিচিত মুখ।
‘তোমাদের রাণী’ (Tomader Rani)-র অভীকার কান্ড দেখে হাঁ দর্শক
স্টার জলসার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে মাত্র একটা সিরিয়াল (Tomader Rani) করেই এখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই সিরিয়ালে অভীকা জুটি বেঁধেছিলেন অভিনেতা অর্কপ্রভ রায়ের সাথে। পর্দায়, এই দুর্জয় রাণীর জুটি ছিল সুপারহিট। দর্শকরাও ভালোবেসে তাদের নাম দিয়েছিলেন ‘দুর্জনী’।
এমনকি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকমহলে তাঁদের ক্রেজ কমেনি এক ফোঁটা। পর্দায় দুর্জয়-রাণীর রসায়ন দেখে অনেকে ভাবতেও শুরু করেছিলেন সিরিয়ালের মত বাস্তবে জীবনেও সম্পর্কে রয়েছেন অভীকা-অর্কপ্রভ। কিন্তু সত্যিই কি তাই? এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে একাধিক সাক্ষাৎকারে সম্পর্কের জল্পনা উড়িয়ে দিয়েছেন এই জুটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্কপ্রভ জানিয়েছেন, অভীকা তাঁর বোনের বয়সী। তাই দর্শকদের ভাবনা একেবারে ভুল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে নিয়ে অভীকার একটি পোস্ট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
আরও পড়ুন : সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা! লাল বেনারসি পরে নববধূর সাজে মিশকা, বিয়ে করে ফেললেন অহনা?
কি ভাবছেন পর্দার রাণী অর্থাৎ অভীকার প্রাক্তন কে? কিম্বা তাঁর ব্রেকআপই বা কবে হলো? আসলে এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে জিমের মধ্যেই তাঁর সামনেই রয়েছে একটি পাঞ্চিং ব্যাগ।
এই ভিডিওর সাথেই লেখা রয়েছে জিম ট্রেনার যখন বলেন নিজের প্রাক্তনের কথা ভেবে এই পাঞ্চিং ব্যাগে জোরে পাঞ্চ করতে। তখন তিনি কি করেন। প্রথমে সবাই ভেবেছিলেন ট্রেনারের নির্দেশ মেনে অভীকা হয়তো সত্যিই পাঞ্চ করবেন। কিন্তু দেখা গেল একেবারে উল্টো ছবি। ঘুষি মারার বদলে জড়িয়ে ধরলেন অভীকা।
বোঝাতে চাইলেন তার প্রাক্তনের সাথে দেখা হলে তিনি তাকে রাগ দেখিয়ে মারধর নয় বরং জড়িয়ে ধরবেন। অভীকার এই পোস্ট দেখার পর থেকেই উপচে পড়েছে একগুচ্ছ প্রশ্ন। এমনই একজন লিখেছেন তার মানে তুমি মেনে নিচ্ছ তোমার প্রাক্তন আছে? যদিও জবাবে অভীকা সটান জানিয়েছেন তিনি শুধুমাত্র মজা করে এই ভিডিও শেয়ার করেছেন। অন্যদিকে অভীকার সহ অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী, তাঁর এই কাণ্ড দেখে লিখেছেন, ‘মারাত্মক পেকেছিস’।