বাংলা হান্ট ডেস্ক: পুজোর আর কয়েকটা দিন বাকি। চুটিয়ে চলছে পুজো শপিং, তবে দোসর হচ্ছে বৃষ্টিও। রবি, সোমবারই শপিং সেরে ফেলুন, কারণ আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ ও কাল বৃষ্টির পরিমাণ কম থাকলেও মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামীকাল সোমবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল আগাম আপডেট।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? South Bengal Weather
হাওয়া অফিস জানাচ্ছে, আজ ও আগামীকাল ভারী বৃষ্টিরও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বেশি বৃষ্টি বাড়বে। মঙ্গলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে অধিক বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অধিক সম্ভাবনা থাকবে।
আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ, যা ওড়িশা-ছত্তিশগঢ়-মধ্যপ্রদেশ পেরিয়ে বর্তমানে রাজস্থানে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি গুজরাটে পৌঁছে আরও শক্তি বৃদ্ধি করবে। বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: SSC ইস্যুতে উত্তাল রাজ্য! এরই মধ্যে হাইকোর্টের কড়া পদক্ষেপে ঘুম উড়ল বহু শিক্ষকের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
সোমবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এরপর মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির সাথে।