রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার আগাম খবর জেনে নিন

Published on:

Published on:

south bengal weather(25)

বাংলা হান্ট ডেস্ক: শনিবার কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই রোদ ঝলমল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ধীরে ধীরে পারদ চড়বে। তাপমাত্রা বাড়বে, দোসর হবে আদ্রতাজনিত অস্বস্তি। এদিকে উত্তরবঙ্গে আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? রইল আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হবে না কোথাও। শুধুমাত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না সেভাবে। এই সব জেলায় দু’এক জায়গায় বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather Update 8August 2025

সোমবারও একই রকম থাকবে আবহাওয়া। সোমবার দক্ষিণবঙ্গের হাতে গোনা কয়েকটি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুত- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশে অধিকাংশ জেলাতেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে ওড়িশার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে রয়েছে।

south bengal weather

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বুধবার নাগাদ পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে। তবে বাংলায় এর প্রভাব পড়বে না বললেই চলে।

South Bengal Weather Update 8August 2025

আরও পড়ুন: রাজ্যপাল-রাষ্ট্রপতির ক্ষমতায় কি আদালত হস্তক্ষেপ করতে পারে? তীব্র আপত্তি জানিয়ে কেন্দ্র বলল….

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরে। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি রাস্তায় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রবিবার থেকে।