উফ্ কী জ্যাম! বিশ্বের ৫০০ শহরের মধ্যে কলকাতা কত’তে জানেন? ‘টপ টেনে’ ভারতের আরও দুই শহর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নগর সভ্যতার বিকাশের সাথে সাথে অগ্রগতি হয়েছে মানব সভ্যতার। বিশ্বের প্রায় সব প্রান্তেই শহর গড়ে ওঠার নেপথ্যে রয়েছে হাজরও না জানা কাহিনী। ব্রিটিশ আমলে সুতানুটি, ডিহি কলকাতা  (বা কলিকাতা) এবং গোবিন্দপুর গ্রাম নিয়ে গড়ে ওঠে বর্তমান কলকাতা (Kolkata) শহর। সময়ের সাথে তাল মিলিয়ে শহর কলকাতায় এসেছে একাধিক পরিবর্তন। লেগেছে আধুনিকতার ছোঁয়া।

যানজটের নিরিখে বিশ্বে কলকাতার (Kolkata) অবস্থান

তবে যত সময় এগিয়েছে, ততই শহর কলকাতায় (Kolkata) বেড়েছে জনসংখ্যার চাপ। রাজপথে বেড়েছে গাড়ির সংখ্যা। এবার একটি বিশেষ ক্যাটাগরিতে বিশ্বের ৫০০টি শহরের মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল শহর কলকাতা। ৬২ টি দেশের ৫০০টি শহরকে নিয়ে একটি তালিকা তৈরি করে দ্যা টমটম ট্রাফিক ইনডেক্স। এই তালিকায় গোটা বিশ্বের ৫০০ টি শহরের মধ্যে কলকাতার স্থান হয়েছে দ্বিতীয়ে।

আরও পড়ুন : আবার হবে মুড সুইং! বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? রইল আগামীকালের আবহাওয়ার খবর 

যানজটের নিরিখে বা রাস্তায় গাড়ির গতির হিসাব পর্যালোচনা করে দ্যা টমটম ট্রাফিক ইনডেক্স এই তালিকা প্রস্তুত করেছে। সেখানেই দেখা যাচ্ছে বিশ্বের মন্থর শহরগুলির তালিকায় কলকাতার নাম দুই নম্বরে। বিশ্বের মন্থরতম ১০টি শহরের তালিকায় শুধু কলকাতা নয়, স্থান পেয়েছে ভারতের (Kolkata) একাধিক শহর। এমনকি ভারতই (India) একমাত্র দেশ যার ৩টি শহর জায়গা করে নিয়েছে প্রথম দশে।

TomTom traffic index and Kolkata rank

ভারতের মধ্যে সবথেকে মন্থর শহর হিসাবে পয়লা নম্বরে রয়েছে কলকাতা। তালিকা অনুযায়ী, কলম্বিয়ার ব‌্যারেনকিলাকে বিশ্বের (World) সবচেয়ে মন্থরতম শহর হিসাবে পরিগণিত করা হয়েছে। এরপরই তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে কলকাতার নাম। তালিকার প্রথম দশে জায়গা পেয়েছে ভারতের তিনটি শহর। তালিকার দ্বিতীয় নম্বরে কলকাতা, তৃতীয় নম্বরে বেঙ্গালুরু ও চতুর্থ নম্বরে রয়েছে পুনের নাম। এমনকি বিশ্বের পাঁচটি মন্থর শহরের তালিকায় তিনটিই ভারতের।

আরও পড়ুন : ব্যাঙ্ককে মোদির পাশেই বসলেন ইউনূস! তবে কি এবার বরফ গলল? শুক্রবার কী প্ল্যান দুই রাষ্ট্র প্রধানের?

ইংল্যান্ডের রাজধানী লন্ডন রয়েছে তালিকার পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে জাপানের কিয়োটো শহরের নাম। পাশাপাশি সপ্তম স্থানে জায়গা পেয়েছে পেরুর লিমা। ফিলিপিন্সের দাভাওকে মন্থর শহরের তালিকায় ৮ নম্বরে রেখেছেন সমীক্ষকরা। মন্থর শহরের তালিকায় নবমে রয়েছে পেরুর ট্রুজিলো এবং দশমে  রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন। এরই সাথে লক্ষনীয়ভাবে তালিকার প্রথম দশে নেই উত্তর আমেরিকা ও আফ্রিকার কোনও শহর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X