নববর্ষেই দুসংবাদ ‘মিঠাই’ পরিবারে! করোনা আক্রান্ত হলেন ‘তোর্সা’ তন্বী লাহা রায়

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরেই খারাপ খবর পেলেন ‘মিঠাই’ (mithai) এর তোর্সা। করোনা (corona) আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তন্বী লাহা রায় (tonni laha roy)। সম্পূর্ণ ঘর বন্দি অবস্থাতেই নতুন বছর শুরু করলেন অভিনেত্রী। তবে মিঠাই পরিবারের অন‍্য কোনো সদস‍্য করোনা আক্রান্ত হয়েছে বলে খবর মেলেনি।

তন্বী জানান, রবিবার তাঁর একটু মাথা ব‍্যথা হয়েছিল। সোমবার থেকে সর্দি ও জ্বর জ্বর ভাব দেখা দিয়েছিল। এরপরেই তাঁর মনে সন্দেহ দেখা দেয়। মঙ্গলবারই করোনা পরীক্ষা করান তন্বী। সেই রিপোর্ট পজিটিভ আসে। নিজেকে সঙ্গে সঙ্গে আইসোলেট করে ফেলেছেন তন্বী। একটা আলাদা ঘরে বন্দি রয়েছেন তিনি।

3. Zee Srimoyee Bhattacharya 59
অভিনেত্রীর মা ঘরের বাইরে খাবার রেখে যাচ্ছেন। সেই খাবার ও চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন তন্বী। পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন‍্য কিছু ঘরোয়া টোটকাও ব‍্যবহার করছেন তিনি। যেমন বেশি করে ফলের রস, টাটকা সবজি খাচ্ছেন তন্বী। তবে গত বছর প্রায় পুরোটাই লকডাউনে কাটিয়ে এবছর নববর্ষেও বাড়িবন্দি হওয়ায় মন খারাপ তাঁর।

তন্বী জানিয়েছেন তাঁর সঙ্গে সঙ্গে মা বাবারও করোনা পরীক্ষা হয়েছিল। কিন্তু তঁদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তাই অতিরিক্ত সুরক্ষা নিচ্ছেন অভিনেত্রী। তন্বী ছাড়া মিঠাইয়ের আর কোনো কলাকুশলীই করোনা আক্রান্ত হননি। এমন অবস্থায় তিনি কিকরে হলেন সেই চিন্তাই ভাবাচ্ছে অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/CNrfCxJBM9d/?igshid=aywuj7l5z7c7

পয়লা বৈশাখে অবশ‍্য মিঠাইয়ের সেট থেকেই ছবি দিয়ে অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষের বিশেষ এপিসোডের শুটিং আগেই হয়ে গিয়েছিল। সেই পর্বে নিজের লুকের একটি ছবি শেয়ার করেছেন তন্বী। লিখেছেন, পৃথিবী দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করছেন তিনি।

https://www.instagram.com/p/CNuGoCaBz1G/?igshid=16nlcwhhvdav7

নববর্ষের বিশেষ এপিসোডের শুটিং আগেভাগে হয়ে যাওয়ায় উপস্থিত থাকতে পেরেছিলেন তন্বী। কিন্তু এখন তিনি না থাকায় কি মিঠাইয়ের গল্পে পরিবর্তন আসবে? উত্তরে অভিনেত্রী বলেন, প্রযোজকরা তাঁকে বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে তবেই সেটে ফিরতে বলেছেন। তবে তাঁর অনুপস্থিতিতে গল্পে কোনো পরিবর্তন হবে কিনা তা তিনি জানেন না।

Niranjana Nag

সম্পর্কিত খবর