এই ১০ ভারতীয় ক্রিকেটারের রোজগার আপনার মাথা ঘুরিয়ে দেবে! কোহলি তিনে, শীর্ষে কে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ক্রিকেট ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা। এই খেলার সর্বোচ্চ পর্যায় অবধি পৌঁছতে পারলে রাতারাতি ফকির থেকে কোটিপতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একজন ক্রিকেটারের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পরও তার কাছে আরও একাধিক উপায় থাকে পরবর্তীতে পয়সা রোজগার করে নিজের সম্পত্তি বৃদ্ধি করার। এই প্রতিবেদনে আমরা দেখে সেই ১০ ক্রিকেটারকে, যারা এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি সম্পত্তির মালিক। এই তালিকায় রয়েছেন একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার।

gautam gambhir

১০. গৌতম গম্ভীর: ১৪৭ কোটি টাকা সম্পদের সাথে, গৌতম গম্ভীর ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় দশম স্থানে রয়েছেন। আইপিএলে এলএসজি দলের মেন্টর হওয়ার পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত আছেন তিনি।

out rohit

৯. রোহিত শর্মা: ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক ও মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫টি আইপিএল ট্রফি জেতানো তারকারা মোট সম্পত্তির পরিমাণ ১৬০ কোটি টাকা। এছাড়া তিনি নানাবিধ সংস্থার বিজ্ঞাপনের সাথেও যুক্ত। মোট সম্পত্তির দিক দিয়ে এই তালিকায় তিনি নবম স্থানে।

rahul dravid sad

৮. রাহুল দ্রাবিড়: তার শান্ত আচরণ ও রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত ছিলেন খেলোয়াড় জীবনে। রাহুল দ্রাবিড় বর্তমানে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করছেন এবং এই তালিকায় অষ্টম স্থানে আছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ১৭২ কোটি টাকা।

raina

৭. সুরেশ রায়না: প্রাক্তন তারকা ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যের কাছে যুক্ত সুরেশ রায়না এই তালিকায় সপ্তম স্থানে। খুব শীঘ্রই তাকে ফের লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দেখা যাবে। তার মোট সম্পত্তির পরিমাণ ১৮৫ কোটি টাকা।

yuvraj vs pak

৬. যুবরাজ সিং: তার আর আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো তারকা ২৫৯ কোটি টাকা সম্পদের সাথে সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন।

sehwag pc

৫. বীরেন্দ্র সেওবাগ: সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ব্যাটারদের একজন সেওবাগ তার ব্যবসায়িক বুদ্ধির জন্য ক্রিকেট খেলা ছাড়ার পরে বেশ কিছু বড় ব্র্যান্ডের সাথে হাত মিলিয়ে ৩৩৪ কোটি সম্পদ বানিয়েছেন। এই তালিকায় তিনি পঞ্চম স্থানে।

sourav dc

৪. সৌরভ গঙ্গোপাধ্যায়: আইপিএল, একটি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিজ্ঞাপন, ধারাভাষ্য ইত্যাদি নানা কাজের সঙ্গে যুক্ত থেকে অবসরের পর তার সম্পত্তি আরও কয়েকক্ষণ বাড়িয়েছেন সৌরভ। এই তালিকায় তিনি চতুর্থ স্থানে এবং তার মোট সম্পত্তির পরিমাণ ৩৭৪ কোটি টাকা।

kohli wtc

৩. বিরাট কোহলি: বিসিসিআইয়ের সাথে চুক্তি আরসিবির সাথে চুক্তি একাধিক বিজ্ঞাপন, ইনস্টাগ্রাম সহ আরও নানান মাধ্যম থেকে বিশাল পরিমাণে অর্থ উপার্জন করেন কোহলি। বিরাট কোহলির এই মোট সম্পত্তির পরিমাণ ৬৯০ কোটি টাকা।

angry dhoni

২. মহেন্দ্র সিং ধোনি: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক আইপিএল খেলার পাশাপাশি একাধিক সংস্থার বিজ্ঞাপনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৮১৮ কোটি টাকা।

sachin ipl trophy

১. সচিন টেন্ডুলকার: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মুখ সচিন টেন্ডুলকার মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট। তৃতীয় স্থানে থাকা কোহলি এবং দ্বিতীয় স্থানে থাকা ধোনির চেয়ে বেশি বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত আছেন এবং আরো নানাবিধ পণ্যের বিজ্ঞাপনের সাথে নিজেকে যুক্ত রেখেছেন সচিন। তার মোট সম্পত্তির পরিমাণ ১১১৪ কোটি টাকা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর