বাংলা হান্ট ডেস্কঃ ‘আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারলে গিলগিট এবং বাল্টিস্তান পুনর্দখল করতে পারব’, কয়েকদিন পূর্বেই এহেন মন্তব্য প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) আর এবার সেই সূত্র ধরে ভারতীয় সেনার (Indian Army) শীর্ষ কর্তার সাফ দাবি, “কেন্দ্র যদি নির্দেশ দেয়, পাক অধিকৃত কাশ্মীর আমরা পুনর্দখল করব। ভারতীয় সেনা প্রস্তুত।”
এদিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “ভারত সরকার যা নির্দেশ প্রদান করবে, তা পালন করার জন্য সেনা সব সময় প্রস্তুত রয়েছে।” একইসঙ্গে উপেন্দ্র দ্বিবেদী বলেন, “যুদ্ধ বিরোধী সমঝোতা ভঙ্গ না হওয়ার দিকেও খেয়াল রাখতে হবে। কারণ, তাহলে দুই দেশের স্বার্থ ভঙ্গ করা হয়। তবে যদি ওরা কোন কিছু করে, তবে ভারতীয় সেনা জবাব দিতে প্রস্তুত রয়েছে।”
অগ্নিবীর ইস্যুতে উপেন্দ্র দ্বিবেদীর মতে, “আমাদের দেশের ৫০ শতাংশ এমন নাগরিক রয়েছে, যাদের বয়স ২৫ বছরের নিচে। তারা যদি অগ্নিবীর হিসেবে যুক্ত হয়, তাহলে অনেককেই আধা সেনা এবং পুলিশ বাহিনীতে নিযুক্ত করা যাবে। এবং বাকিরাও কাজ (স্বনির্ভর) পাবে।”
উল্লেখ্য, গত মাসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “জম্মু-কাশ্মীর এবং লাদাখে উন্নয়ন শুরু করা হয়েছে। আমরা একবার যদি নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলে গিলগিট এবং বাল্টিস্তান পুনর্দখল করতে পারব।”
একইসঙ্গে তিনি আরো বলেন, “সন্ত্রাসবাদের কোনরকম ধর্ম হয় না। আমাদের দেশে হামলা চালানো হলো জঙ্গিদের আসল লক্ষ্য। তবে গিলগিট এবং বাল্টিস্তানের মত জায়গায় পাকিস্তান যে অত্যাচার চালিয়েছে, এর ফল ওদেরকে ভুগতে হবে।” আর এবার ভারতীয় সেনার শীর্ষ কর্তার মন্তব্যেও সেই বিষয়টি প্রতিফলিত হলো।