বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ ভারতীয় ব্যাটসম্যান, দেখুন তাদের ভয়ঙ্কর পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্কঃ পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলের এই অসাধারণ সাফল্যের কারণ দলের প্রত্যেক ক্রিকেটারই নিজের নিজের ক্ষেত্রে সেরা পারফরম্যান্স দিয়েছে। ব্যাট হাতে যেমন ঝুড়ি ঝুড়ি রান করেছেন ব্যাটসম্যানরা তেমনি প্রত্যেকে ম্যাচের কুড়িটি করে উইকেট তুলে নিয়ে দলকে জিততে সাহায্য করেছেন বোলাররাও।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটসম্যানদের তালিকা:

চেতেশ্বর পুজারা:-

images 44 6
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহকারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন চেতেশ্বর পুজারা। ব্যাট হাতে সফল ইনিংস খেলার পাশাপাশি দীর্ঘক্ষন ক্রিজে থেকে পার্টনারশিপ তৈরি করায় পূজারার মূল ভূমিকা। 17 টি টেস্টে 29.21 গড়ে মোট 818 রান করেছেন পূজারা। সর্বোচ্চ 81 রান।

মায়াঙ্ক আগারওয়াল:-

128431 rusrpfzkpv 1570092676
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহকারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। 17 টি টেস্টে মোট 857 রান করেছেন মায়াঙ্ক, গড় 42.85। সর্বোচ্চ 243  রান।

বিরাট কোহলি:-

virat kohli surpasses tendulkar sehwag for record double hundreds 768x576 1
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। 14 টি টেস্টে মোট 877 রান করেছেন বিরাট কোহলি, গড় 43.85। সর্বোচ্চ অপরাজিত 244  রান।

রোহিত শর্মা:-

images 43 6
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। 11 টি টেস্টে 64.37 গড়ে মোট 1030 রান করেছেন রোহিত শর্মা। সর্বোচ্চ 212 রান। ওপেনারদের মধ্যে রোহিত শর্মা টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী।

অজিঙ্কা রাহানে:-

rahane 647 080317050732 1
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহকারীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন অজিঙ্কা রাহানে। 17 টি টেস্টে 43.80 গড়ে মোট 1099 রান করেছেন অজিঙ্কা রাহানে। সর্বোচ্চ 115 রান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর