বাংলা হান্ট ডেস্ক : ভালো ফল করার প্রত্যাশী হলেও গোটা রাজ্যে যে তাঁর স্থান হবে দ্বিতীয়, এটি কল্পনাও করতে পারেনি আলিপুরদুয়ারের ফালাকাটা হাইস্কুলের ছাত্রী শ্রেয়সী পাল।রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই উচ্ছাসে ফেটে পরে সে।
একসর্বভারতীয় সংবাদমাধ্যমকে সে জানায়,ডাক্তারি পড়ে গোটা দেশের সমস্ত মানুষের সেবা করতে চায় সে। সমস্ত দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা করাই তাঁর ইচ্ছে। নিজেদের গ্রামের কথা উল্লেখ করেই সে জানায়, প্রত্যন্ত গ্রাম এলাকায় এখনও ঠিকঠাক চিকিৎসা ব্যবস্থা নেই। সেইসব গ্রামের মানুষদের জন্যই কাজ করতে চায় সে।
পড়াশুনা ছাড়াও পার্শ্ববর্তী কিছু সখের কথা বলতে গিয়ে শ্রেয়সী বলেন,গান গাইতে এবং গান শুনতে সবচেয়ে বেশি পছন্দ করে শ্রেয়সী, অবশ্য পরীক্ষার জন্য তাঁর রবীন্দ্র সঙ্গীত ক্লাস বন্ধ করেছে সে। অবসর সময়ে গানই তাঁর প্রধাণ সঙ্গী। এছাড়াও সুবোধ ঘোষের লেখা ও কবিতা তাঁর সবচেয়ে বেশি প্রিয়।
প্রিয় গায়কের কথা বলতে গিয়ে সেই প্রসঙ্গে টেনে বলে ‘‘রেজাল্টের আগের রাতটা প্রচন্ড চাপের মধ্যে কাটিয়েছি। তাই অরিজিৎ সিং এর গান শুনেছি টেনশন কাটাতে।”