তপসিয়ায় চাঁদার দৌরাত্ম্যে উত্তেজনা, মার খেলেন তৃণমূল কর্মী, শেষে হস্তক্ষেপ মমতার

Published on:

Published on:

Topsia TMC Conflict over Puja Chanda, Mamata Banerjee intervenes

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আগে ফের প্রকাশ্যে এল শাসক দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। তপসিয়ার গোবরায় চাঁদাকে কেন্দ্র করে শুরু হল তুমুল অশান্তি। অভিযোগ, পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় বেধড়ক মারধরের শিকার হলেন স্থানীয় তৃণমূল কর্মী তথা ব্যবসায়ী অমিত সরকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

১০ হাজার টাকা চাঁদা দিতে না চাওয়ায় ঝামেলার সূত্রপাত

অভিযোগ, পুজোর চাঁদা বাবদ ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে না চাওয়ায় ঝামেলার সূত্রপাত।অমিত সরকারের দাবি, “আগেও এক দফা চাঁদা চাওয়া হয়েছিল। সেইসময় তিনি দেবেন বলেছিলেন। কিন্তু পরে হঠাৎ করেই টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় এই হামলা।”

আক্রান্তের পরিবারের অভিযোগ, ‘প্রথমে অমিতের ভাইকে গালিগালাজ করা হয়। এরপর ঘর থেকে অন্য সদস্যরা নেমে আসতেই শুরু হয় হামলা। অমিতকে লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয়। এমনকি তাঁর স্ত্রী ও বাবাকেও গুরুতর জখম করা হয়।’ অমিত জানান, তাঁর দুটি দোকান থেকে লিখিতভাবে ৩ হাজার ও ১ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল, পাশাপাশি আরও ৬ হাজার টাকা মৌখিকভাবে চাওয়া হয়েছিল।

এই ঘটনায় ইতিমধ্যেই তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অমিতের কথায়, হামলাকারীরা তৃণমূল আশ্রিত। যে ক্লাবের চাঁদার জন্য এই ঘটনা ঘটল, আগে সেই ক্লাবের সেক্রেটারি ছিলেন তিনি। পরে সরে আসায় সম্পর্কের অবনতি ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Topsia TMC Conflict over Puja Chanda, Mamata Banerjee intervenes

আরও পড়ুনঃ আজ SSC-র দ্বিতীয় দফার পরীক্ষা, নির্বিঘ্ন পরীক্ষা চেয়ে কমিশন বলল….

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি

ঘটনা জানাজানি হতেই সরাসরি হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রে জানা যাচ্ছে, ফোনে আক্রান্তের খোঁজ নেন তিনি। তাঁর উদ্যোগেই এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে চাঁদা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনা ফের অস্বস্তিতে ফেলল শাসক দলকে।