‘শ্রীময়ী’তে দেখা নেই, রোহিত সেনকে কিডন‍্যাপ করেছেন করন জোহর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘শ্রীময়ী’ সিরিয়ালে তোলপাড়। খোঁজ পাওয়া যাচ্ছে না রোহিত সেনের (rohit sen)। বেশ কয়েকদিন ধরেই রোহিত ওরফে টোটা রায়চৌধুরীর (tota roychoudhury) দেখা মিলছে না সিরিয়ালে। শেষবার তাঁর দেখা পাওয়া গিয়েছিল শ্রীময়ীর মেয়ে দিঠির বিয়েতে। তারপর থেকেই অন্তর্হিত তিনি। ফোনে মেসেজ পাঠাচ্ছেন ঠিকই, কিন্তু ফোন ধরছেন না। শোনা যাচ্ছে, রোহিত নাকি কিডন‍্যাপ হয়ে গিয়েছেন। এদিকে শ্রীময়ীর কোনো হেলদোলই নেই।

অনুরাগীরা যখন চিন্তায় চিন্তায় পাগল তখনি খোঁজ মিলল রোহিত সেনের। না, সিরিয়ালে এখনো ফেরেননি তিনি। সোশ‍্যাল মিডিয়ায় দেখা দিয়েছেন টোটা। কালো টিশার্ট ও ডেনিম জিন্স পরে লেন্সের সামনে দাঁড়িয়েছেন তিনি। নজর কাড়ছে হাতের ফোলানো পেশি।


কিন্তু টোটা আছেন কোথায়? আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, কিডন‍্যাপ হয়ে সোজা বলিউডে পৌঁছে গিয়েছেন তিনি। করন জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং করছেন তিনি। বুঝুন কাণ্ড! অনুরাগীরা এদিকে হা পিত‍্যেশ করে বসে রয়েছেন রোহিত সেনকে দেখার জন‍্য। তাঁকে ছাড়া শ্রীময়ী অসম্পূর্ণ। গুঞ্জন শোনা যাচ্ছে রোহিত নাকি আর ফিরবেনই না!

গুঞ্জন কি সত‍্যি? টোটা জানালেন, সিরিয়ালে এখন কী হচ্ছে না হচ্ছে তা তিনি জানেন না। তাই তিনিও জানেন না কবে ফিরতে পারবেন রোহিত সেন হয়ে। পুরোটাই চিত্রনাট‍্য লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায় জানেন বলে মন্তব‍্য করেন টোটা।

আগেই জানা গিয়েছিল করনের নতুন ছবিতে রণবীর আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন টলিপাড়ার নয়া ফেলুদা টোটা রায়চৌধুরী। করনের এই নতুন ছবির কাস্টিংয়ে রয়েছে একাধিক চমক। রণবীর, আলিয়া, টোটা ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন।

এমন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত টোটা। তবে তাঁর চরিত্রটি ঠিক কেমন তা নিয়ে এখনি কিছু খোলসা করতে রাজি হননি অভিনেতা। তবে জানালেন, বলিউডে এখনো বেশ কিছুদিনের কাজ রয়েছে তাঁর। তবে যদি তার মধ‍্যে শ্রীময়ী থেকে ডাক আসে তবে ফিরতেই হবে।

সম্পর্কিত খবর

X