ছোটবেলায় অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় হয়েছিল জ্বর, এবার টিম ইন্ডিয়ায় হল ধামাকাদার এন্ট্রি

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল গত কয়েক বছর ধরেই ভারতীয় দলকে একের পর এক তরুণ প্রতিভা উপহার দিয়ে আসছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন ভেঙ্কটেশ আইয়ার। আইপিএলের দ্বিতীয় পর্বে কেকেআরের হয়ে মাঠে নামা এই বাঁহাতি ব্যাটসম্যান সুযোগ পেয়েই রীতিমতো কামাল করে দেন। মাত্র ১০ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি সহ ৩৭০ রান যোগ করেন তিনি। শুধু তাই নয় নিজের মিডিয়াম পেস বোলিং দিয়েও তুলে নেন একাধিক উইকেট। যার জেরে এবার আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য হার্দিক পান্ডিয়ার বদলে তাকে দলে সুযোগ দিয়েছে বিসিসিআই। স্বাভাবিকভাবেই এই তরুণ প্রতিভার চয়নে খুশি তার গোটা পরিবার।

ভেঙ্কটেশের বাবা রাজ শেখরন আইয়ার জানিয়েছেন খুব ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত ছিলেন ভেঙ্কটেশ। মূলত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর বড় সমর্থক ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কার্যত তাকে দেখেই মিডিয়াম পেস বোলিং এবং বাঁ হাতে ব্যাটিং শুরু করেন তিনি। রাজ শেখরন আরও জানান, খুব ছোটবেলায় একবার ভারত-অস্ট্রেলিয়ার একটি ম্যাচ দেখছিলেন ভেঙ্কটেশ। সেই ম্যাচে রান পাননি তার ফেভারিট সৌরভ গাঙ্গুলী। যা দেখে তিনি এত কষ্ট পান যে ৬-৭ বছর বয়সী এই বাচ্চা ছেলেটির জ্বর এসে যায়। তখনই তার বাবা বুঝতে পারেন ক্রিকেট নিয়ে ভেঙ্কটেশ ভীষণ সিরিয়াস। আর তাই তাকে তিনি ভর্তি করে দেন ন্দোরের মহারাজা যশবন্তরাও ক্রিকেট ক্লাবে।

ভেঙ্কটেশ্বর বাবা রাজশেখরন বলেন, “ভেঙ্কটেশ ছোটবেলায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখছিলেন, যেখানে ভারত হেরেছিল এবং তার প্রিয় ব্যাটসম্যান গাঙ্গুলিও বেশি রান করতে পারেনি। এতে ভেঙ্কটেশ খুব দুঃখ পেয়েছিলেন এবং তাঁর জ্বরও হয়েছিল। তখন বুঝলাম আমার ছেলে ভারতীয় ক্রিকেট নিয়ে খুবই সিরিয়াস।” প্রথমে ইন্দোরের মহারাজা যশবন্তরাও ক্রিকেট ক্লাবের (MYCC) কোচ দীনেশ শর্মা এবং পরে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত চলে ভেঙ্কটেশের শিক্ষা। সেখান থেকেই ধীরে ধীরে একজন প্রথিতযশা ক্রিকেটারে পরিণত হন এই বাঁহাতি অলরাউন্ডার।

IMG 20210930 114139

ভেঙ্কটেশ আইয়ার যে শুধুমাত্র ক্রিকেটেই ভালো তা কিন্তু নয় একইসঙ্গে কমার্সের স্নাতক এবং বাণিজ্য বিভাগে এমবিএ ডিগ্রীও রয়েছে তার। জানিয়ে রাখি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবার শুধু ভেঙ্কটেশ নন, একইসঙ্গে সুযোগ দেওয়া হয়েছে তরুণ রুতুরাজ এবং আবেশ খান, হর্ষল প্যাটেলকেও। আগামী দিনে এই তরুণ প্রতিভারা ভারতীয় জার্সিতে নিজেদের দক্ষতা প্রমাণ করবেন এই আশাই করছে সকলে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর