কোহলিকে ছুটি দিয়ে টি২০-র পাশাপাশি টেস্টেরও অধিনায়ক হতে চলছে রোহিত, বলছে রিপোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় t20 দলের অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই নামিবিয়ার বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিরাট কোহলি। যদিও বিশ্বকাপ থেকে এবার সেমি ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে, তবে ভারতের ক্রিকেট লড়াই ফের শুরু হতে চলেছে আগামী সপ্তাহেই। আগামী সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ভারতীয় দল।

যদিও বিশ্বকাপ শেষ হতে না হতেই বড় ছুটির জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন জানিয়েছেন বিরাট। সেই সূত্র ধরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের দলে রাখা হয়নি তাকে। এমনকি বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও বিরাট দলে নাও ফিরতে পারেন। যদিও ঠিক কতদিনের ছুটি নিচ্ছেন বিরাট তা এখনও জানাননি তিনি। তবে বিসিসিআইয়ের একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বিরাটের।

যদি এই টেস্ট সিরিজেও মাঠে না ফেরেন তিনি সেক্ষেত্রে টি-টোয়েন্টির মতোই দলের অধিনায়কত্ব ভার সামলাতে পারেন রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক হতে পারেন অজিঙ্কা রাহানে। ওই আধিকারিক সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, বিসিসিআইয়ের কাছে খেলোয়াড়রাই সবার আগে। তাই খেলোয়াড়রা যদি বিশ্রাম নিতে চান সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না বিসিসিআই। কোহলি বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছেন তাতে তার নিজের ব্যাটিং এমন দেওয়া দরকার। কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটালে সেক্ষেত্রে হয়তো বা ফর্মে ফিরতে সুবিধাই হবে তার।

IMG 20211023 113644

টি-টোয়েন্টির মত টেস্ট ক্যাপ্টেন্সিও কি আগামী দিনে রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হতে পারে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিসিসিআইয়ের ওই আধিকারিক পরিষ্কার জানান, সেরকম কোনও সম্ভাবনাই নেই দলে ফিরেই নিজের দায়িত্ব ফের নিজের কাঁধে তুলে নেবেন বিরাট। রোহিত এবং রাহানে থাকতে ভারতের সেভাবে কোন অসুবিধা হবে না আর আগামী দক্ষিণ আফ্রিকা
সফরের কথা মাথায় রেখে বিরাটের জন্য এই বিরতি একান্ত জরুরী।

টি-টোয়েন্টির সাথে সাথে টেস্টেও কি কোহলিকে সরিয়ে ক্যাপ্টেন্সি পাবেন রোহিতই কি বলছে BCCI?

will Rohit Sharma be the new Indian test captain too BCCI answered

BCCI, Sourav Ganguly, Rahul Dravid, Virat Kohli, Indian team, Indian cricket, ICC, India vs New Zealand, Rohit Sharma,

বিসিসিআই, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, ভারতীয় দল, ভারতীয় ক্রিকেট, আইসিসি, ভারত বনাম নিউজিল্যান্ড, রোহিত শর্মা,

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর