বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় সেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগে বুধবারর শিলিগুড়ি থেকে গুড্ডু কুমার নামে এক যুবককে গ্রেফতার করে রাজ্য পুলিসের (West Bengal Police) এসটিএফ বাহিনী। জানা যাচ্ছে, ধৃত যুবক বিহারের বাসিন্দা। পুলিস সূত্রে খবর ধৃত গুড্ডু আসলে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র এজেন্ট। বিহারের চম্পারণের বাসিন্দা গুড্ডুকে গ্রেফতার করে বুধবারই আদালতে পেশ করে এসটিএফ। আদলত তাঁকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয়। বৃহস্পতিবার ধৃতকে নিয়ে শিলিগুড়ির ভারতনগর এলাকার দেবাশিস কলোনিতে যায় পুলিস। সেখানকার যে বাড়িতে গুড্ডু থাকত, সেখানে তাঁর ঘরে ঢুকে তল্লাশি চালান পুলিস কর্তারা।
গুড্ডুকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে সে ক্ষেত্রে আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় সেনা আধিকারিকরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, আর্মি ইনটেলিজেন্সের (Army Intelligence) পক্ষ থেকে (Special Task Force) অফিসে গিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিস জানতে পেরেছে নিজের পরিচয় লুকিয়ে ওই এলাকায় বাড়ি ভাড়া নেস আইএসআই এজেন্ট গুড্ডু কুমার। ৮০০ টাকার বিনিময়ে ঘর ভাড়া নেয় অভিযুক্ত গুড্ডু। জানা যাচ্ছে, বছর দুয়েক ধরে ধরে দেবাশিস কলোনি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত গুড্ডু। গত এক বছর ধরে সঞ্জয় কুমার সুশীল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া ছিল সে।
সেনা ক্যাম্পগুলির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য টোটো চালকের পেশাক বেছে নেয় গুড্ডু। বাড়ি মালিকের টোটো চালাতো। মূলত এনজেপি (New Jalpaiguri) এলাকাতেই দেখা যেত গুড্ডুর টোটো। টোটো নিয়ে শিলিগুড়ির আশপাশে সেনা ক্যাম্পগুলির সামনে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করত গুড্ডু। তবে পুলিসের ধারণা যাত্রী তোলার বাহানায় টোটো নিয়ে শিলিগুড়ির পাশে ব্যাঙডুবি, সুকনা সেনা ক্যাম্পের সামনেও যাতায়াত করত গুড্ডু।
গুড্ডু যে বাড়িতে ভাড়া থাকত, সেই বাড়ির মালিককেও এদিন জিজ্ঞাসাবাদ করপন পুলিস আধিকারিকরা। বাড়ির মালিক সঞ্জয় কুমার সুশীল জানান, গুড্ডু তাদের বেরিয়েছওল যে সে বিহারে সে পড়াশোনা করেছে। বাবা, মা, ভাইয়ের কথা বললেও স্ত্রী ও সন্তানের কথা গোপন করে গিয়েছিল সে। বাড়ি মালিক বলেন, ‘আমাদের কখনও সন্দেহ হয়নি। এখনও আমরা বিশ্বাস করতে পারছিনা যে গুড্ডুর সঙ্গে আইএসআই-এর যোগাযোগ রয়েছে। আমাদের শুধু বলত যে আমি ব্যবসা করতে চাই। শিলিগুড়িকে খুব ভালো করে চিনতে চাই। কারণ এখানে ব্যবসা করলে আমার অনেক লাভ হবে।’