বাংলাহান্ট ডেস্ক : টোটো (Toto) রেজিস্ট্রেশনের নাম নথিভুক্তির সময়সীমা বাড়ল এক মাস। আগে এই সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই সারতে হত রেজিস্ট্রেশনের জন্য নাম নথিভুক্তিকরণের আবেদন। কিন্তু এবার সেই মেয়াদ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল এক মাস। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে রেজিস্ট্রেশনের জন্য। জানা যাচ্ছে, বেশ কয়েকজন টোটো (Toto) মালিকের আবেদনের ভিত্তিতেই বাড়ানো হয়েছে এই সময়সীমা।
টোটো (Toto) রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি
টোটো রেজিস্ট্রেশনের আবেদনে নাকি তেমন সাড়া নেই। আগেই ঠিক করে হয়েছিল, রাস্তায় টোটোর গা জোয়ারি নিয়ন্ত্রণ করতে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে সমস্ত টোটোকে। পরিবহণ দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রাজ্যের সব টোটোকে রেজিস্ট্রেশন করানো হবে।

সাড়া নেই আবেদনে: সেই মতো সব টোটোর গায়ে কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো শুরু হয়েছে গত ১৩ অক্টোবর থেকে। কিন্তু এতদিনেও তেমন সাড়া মেলেনি আবেদনে। সেই কারণেই সম্ভবত সময়সীমা বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : শিয়ালদহ থেকে এক ট্রেনে মায়াপুর, দর্শনার্থীদের জন্য বড় উপহার রেলের
কীভাবে হবে রেজিস্ট্রেশন: ৩০ শে নভেম্বরের মধ্যে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করানোর ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল সরকারের তরফে। এর জন্য খরচ হবে ১০০০ টাকা। এই টাকা দিয়েই একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন টোটো (Toto) চালকরা। তাতে থাকবে কিউআর কোড। সেই নম্বরের স্টিকার লাগিয়ে রাখা হবে টোটোর গায়ে।
আরও পড়ুন : খসড়া তালিকায় তথ্য সংশোধনে বাধ্যতামূলক আধার কার্ড, বড় আপডেট কমিশনের
জানা যাচ্ছে, টোটোর গতিবিধি নিয়ন্ত্রণে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে সরকারের তরফে। স্থানীয় প্রশাসনের সঙ্গে পরে আলোচনা করে রুট ঠিক করা হবে পুরসভা বা পঞ্চায়েতে। এছাড়াও এবার থেকে টোটো চালাতে গেলে চালকদের নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সও পেতে হবে।












