বেড়াতে গিয়ে ঘনিষ্ঠ ছবি ভাইরাল বলিউড তারকা সুস্মিতা সেন ও রোহমান সলের, চর্চা শুরু ভক্তমহলে

বাংলাহান্ট– বিশ্বসুন্দরী তিনি, কে না চেনে তাকে! তবে বিবাহবন্ধনে আবদ্ধ হননি কখনও।কিন্তু সম্প্রতি বন্ধু রোহমান শলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা শুরু হয়েছে। সুস্মিতার সঙ্গে রোহমানের বয়সের পার্থক্য বিস্তর বলেই হয়ত তাঁদের দু’জনকে বার বার খবরের শিরোনামে উঠিয়ে নিয়ে এসেছে। রোহমানের সঙ্গে তাঁর বয়সের ফারাক নিয়ে যতই কথা উঠে আসুক না কেন, বিষয়টিকে কখনওই পাত্তা দেননি সুস্মিতা।

সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েও রোহমানের সঙ্গে বলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে জলঘোলা শুরু হয়েছে।
মালদ্বীপে বেড়াতে যান সুস্মিতা সেন এবং রোহমান শল কিছু দিন আগেই। সেখানে গিয়ে সাদা এবং কালো রঙের বিকিনি পরে বন্ধু রোহমানের সঙ্গে সময় কাটানোর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সুস্মিতা সেন এবং রোহমান শলের সেই একান্তে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনাকল্পনা শুরু হয়েছে।

Screenshot 2019 0917 080449
মলদ্বীপে গিয়ে কখনও সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা যায় এই বাঙালি কন্যা কে, আবার কখনও জলের নীচে ডুব দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় বলিউডের এই জনপ্রিয় স্টারকে। সবকিছু মিলিয়ে সুস্মিতা সেনের সাথে রোহোমান এর এই মলদ্বীপ সফর নিয়ে ভক্তদের মধ্য যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়ছে তা বেশ স্পষ্ট।

Udayan Biswas

সম্পর্কিত খবর