Bangla Hunt Desk: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands) নিয়ে এক বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। উদ্ভোধন করলেন, জলের নীচে ফাইবার কেবলের সাথে সংযুক্ত উচ্চ-গতির ব্রডব্যান্ডের। অর্থাৎ এবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও পাওয়া যাবে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা।
হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পাবে আন্দামান ও নিকোবারের মানুষ
আন্দামান ও নিকোবারের মানুষকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এবার থেকে এখানকার বাসিন্দারা উন্নত ধরনের ইন্টারনেট পরিষেবা পেতে সক্ষম হবে। যার ফলে এখনাওকার পর্যটন শিল্প আরও উন্নত হয়ে উঠবে। সেইসঙ্গে বাড়বে কর্মসংস্থানও। আজকের এই দিনটি শুধুমাত্র আন্দামান ও নিকোবারবাসী নয়, গোটা দেশের কাছেই গর্বের দিন’।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার থেকে ছোট আন্দামান এবং পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজ দ্বীপ সমস্ত অঞ্চল জুড়ে সমুদ্রের মধ্যে প্রায় ২৩০০ কিমি জুড়ে এই কেবল স্থাপন করা হবে। প্রকল্পটি একটি চ্যালেঞ্জের মতই ছিল। এর ফলে দেশের কঠোর পরিশ্রমী নাগরিকদের আধুনিক টেলিযোগযোগ সংযোগ সরবরাহ করা সম্ভব হবে।
বাড়বে পর্যটন শিল্পও
এই প্রক্রিয়া চালু হলে পর্যটকরা বিশেষ সুবিধা পেতে পারবেন। সেইসঙ্গে অনলাইনে পড়াশোনা, ব্যাংকিং, শপিং বা টেলি-মেডিসিন ইত্যাদি পরিষেবা ব্যবহার করতে পারেবন আন্দামান ও নিকোবারের মানুষেরা।
উন্নত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ইন্টারনেটের সমস্যা সমাধানের পাশাপাশি, এখানকার প্রায় ১২ টি দ্বীপে হাই ইমপ্যাক্ট প্রকল্প সম্প্রসারণ করা হচ্ছে। সেইসঙ্গে রাস্তা, বায়ু এবং জলের মাধ্যমে শারীরিক যোগাযোগের বিষয়েও নজর দেওয়া হবে।
পাশাপাশি উত্তর ও মধ্য আন্দামানের সড়ক যোগাযোগ মজবুত করতে ২ টি বড় সেতু এবং এনএইচ -৪ প্রস্তুতির কাজ দ্রুত করা হচ্ছে। সেইসঙ্গে দ্বীপ ও দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে জল সংযোগের সুবিধা বাড়াতে ৪ টি জাহাজ নির্মান করা হচ্ছে।