দিল্লিতে নয়া আতঙ্ক! ১০,০০০ বছর পর সক্রিয় আগ্নেয়গিরির ‘বিষ বায়ু’ ধেয়ে আসছে রাজধানীর দিকে

Published on:

Published on:

Toxic air heading towards India for Ethiopia Volcano.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইথিওপিয়ার (Ethiopia Volcano) হায়লি গুব্বি আগ্নেয়গিরি থেকে নির্গত হওয়া ‘বিষাক্ত মেঘ’ এখন ভারতের দিকে ধেয়ে আসছে। রবিবার প্রায় দশ হাজার বছর পর হঠাৎ করে এই সুপ্ত আগ্নেয়গিরিটি জেগে উঠতেই পাল্টে গেল বিশ্ব আবহাওয়ার চিত্র। এই অগ্ন্যুৎপাতের জেরে শুধু আন্তর্জাতিক বিমান চলাচলই বিঘ্নিত হয়নি, প্রায় চার হাজার কিলোমিটার দূরে স্থিত এই আগ্নেয়গিরির প্রভাব পড়েছে ভারতের আকাশেও। ইতিমধ্যেই কেরলের কন্নুর থেকে সৌদি আরবের আবু ধাবির উদ্দেশে রওনা দেওয়া একটি বিমান মাঝপথেই অভিমুখ পরিবর্তন করে আমেদাবাদে ফিরে আসতে বাধ্য হয়েছে। এই অপ্রত্যাশিত প্রাকৃতিক ঘটনার পর ভারতের উত্তর-পশ্চিম অঞ্চলের আবহাওয়া এবং বায়ুর গুণমান নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ইথিওপিয়ার অগ্নুৎপাতের (Ethiopia Volcano) ফলে ভারতের দিকে ধেয়ে আসছে ‘বিষাক্ত মেঘ’:

এই মুহূর্তে অগ্নুৎপাতের (Ethiopia Volcano) ফলে ছাই এবং সালফার ডাই অক্সাইডের মতো উপাদান মিশ্রিত একটি ‘বিষাক্ত মেঘ’ ১৩০ কিলোমিটার গতিবেগে ভারতের উত্তর-পশ্চিম দিক অর্থাৎ দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলের দিকে এগিয়ে আসছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটে আসা এই ‘বিষ বায়ুর’ একাংশ ইতিমধ্যেই রাজস্থান রাজ্যে প্রবেশ করেছে। দ্রুত গতিতে ধেয়ে আসা এই মেঘ ক্ষণিকের মধ্যেই দিল্লি সংলগ্ন বাকি অঞ্চলগুলিকেও ঢেকে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:সম্পন্ন হল রাম মন্দির নির্মাণের কাজ! বিবাহ পঞ্চমীর পূণ্য তিথিতে সর্বোচ্চ চূড়ায় ধ্বজা উত্তোলন প্রধানমন্ত্রীর

আবহাওয়াবিদদের একাংশ অবশ্য মনে করছেন, অগ্নুৎপাতের (Ethiopia Volcano) kiপ্রভাবে যেহেতু এই ‘বিষাক্ত মেঘ’ ভূপৃষ্ঠ থেকে ৪৫ হাজার ফুট উচ্চতার মধ্যে থাকবে, তাই দেশের সাধারণ জনগণের উপর এর সরাসরি কোনও ক্ষতিকারক প্রভাব বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে এর গতিপথের দিকে নজর রাখা হচ্ছে। অনুমান করা হচ্ছে, মঙ্গলবার রাত নাগাদ এই ‘বিষাক্ত মেঘ’ আরও এগিয়ে যেতে পারে হিমাচলপ্রদেশ পর্যন্ত। আপাতত কোনো বড় দুর্ঘটনার আশঙ্কা না থাকলেও, আগামী কয়েকদিন দেশের আবহাওয়ায় ভারী পরিবর্তন দেখা যেতে পারে বলেই সতর্ক করছেন আবহাওয়াবিদরা। ছাই ও সালফার ডাই অক্সাইডের মিশেল হাওয়া চরিত্রের গুণগত মান পরিবর্তন ঘটাতে পারে।

এদিকে, এই অপ্রত্যাশিত ‘বিষ বায়ুর’ আগমনের আগেই দেশের রাজধানী দিল্লিতে দূষণের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। শীতকাল আসার আগেই অস্বাভাবিক নিয়মে রাজধানীর বায়ুর গুণমান সূচক বা একিউআই ৩৫০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। এমন পরিস্থিতিতে ইথিওপিয়ার আগ্নেয়গিরির প্রভাব এই দূষণকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Toxic air heading towards India for Ethiopia Volcano.

আরও পড়ুন: রান্নায় তেল অতিরিক্ত হয়ে গেছে? ঘরোয়া সহজ টোটকায় দূর হবে ঝামেলা

রাজধানীর এই শঙ্কাজনক দূষণ পরিস্থিতি এবং আগ্নেয়গিরির সম্ভাব্য প্রভাব নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী দফতর (পিএমও) থেকে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক গাড়িতে স্থানান্তরের বার্তা দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে, এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আন্তর্জাতিক ক্ষেত্রে বিমান চলাচলের পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ পরিবেশ ও আবহাওয়ার উপর যে গুরুতর প্রভাব ফেলতে পারে, তা নিয়ে প্রশাসন এবং বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছেন।