বাংলা হান্ট ডেস্ক: আমাদের সমাজে পুলিশরাই রক্ষকের ভূমিকা পালন করেন। তাঁদের সৌজন্যেই আমরা নিরাপদে কাটাতে পারি দিন। পাশাপাশি, শহরের যানজট নিয়ন্ত্রণে তথা যানবাহনের সঠিক চলাচলে যাঁরা সর্বতোভাবে সাহায্য করেন তাঁরা হলেন ট্রাফিক পুলিশ কর্মী। রোদ-ঝড়-জল-বৃষ্টিকে উপেক্ষা করেও তাঁরা দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করেন শহরের যান চলাচল।
আর সেই সুবাদেই আমরা সঠিক সময়ে পৌঁছে যেতে পারি আমাদের গন্তব্যে। শুধু তাই নয়, রাস্তায় কোনো বিপদের সম্মুখীন হলেও তাঁরা সাক্ষাৎ দেবদূতের মত সাহায্য করেন আমাদের। আর এই ছবিই খুব চেনা সকলের কাছে। তবে, সম্প্রতি এক ট্রাফিক পুলিশ কর্মীকেই দেখা গেল অনন্য রূপে। নিজের শহর পরিষ্কার রাখতে কাজের ফাঁকেই রাস্তায় ঝাড়ু দিতে দেখা গিয়েছে সেই পুলিশ কর্মীকে। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যা দেখে সকলেই স্যালুট জানিয়েছেন তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে নেটমাধ্যমে সময় কাটাতে আমরা সকলেই ভালোবাসি। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেটের পাশাপাশি সারা বিশ্বের কোথায় কি ঘটছে তা খুব সহজেই জানতে পারি আমরা। এমনকি, সেখানে পাওয়া যায় বিভিন্ন সব ভাইরাল হওয়া ভিডিওগুলিও। তবে, সেগুলির মধ্যেই এমন কিছু ভিডিও থাকে যা ছুঁয়ে যায় সকলের মন। পাশাপাশি, তা অনুপ্রাণিত করে সবাইকেই। এই ভিডিওটির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন ট্রাফিক পুলিশ কর্মী ঝাড়ু দিয়ে ধুলোমুক্ত করছেন রাস্তাটিকে। পোশাক পরে ডিউটির ফাঁকেই শহরকে পরিষ্কার রাখতে উদ্যোগী হয়েছেন তিনি। জানা গিয়েছে যে, ব্যাঙ্গালোরের এক ট্রাফিক পুলিশ কর্মীই এই অভূতপূর্ব কাজটি করেছেন।
Saw this near Devanahalli NH7 signal!!! Appreciate the work done by you sir!! @blrcitytraffic @CPBlr pic.twitter.com/Lcdz4UoXxi
— Vamshi Reddy (@VamshiPrinz) April 22, 2022
আর এই ভিডিওটিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। VamshiPrinz নামের একজন ব্যবহারকারী টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। পাশাপাশি, ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “দেবনাহল্লি NH 7 সিগন্যালের কাছে এটি দেখেছি। আপনার এই কাজের ভূয়সী প্রশংসা করছি স্যার।” ইতিমধ্যেই ভিডিওটি ২৫ হাজারেরও বেশি জন দেখে ফেলেছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যা। এছাড়াও, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। তবে, সকলেই এই ট্রাফিক পুলিশ কর্মীর এহেন কাজকে কুর্ণিশ জানিয়েছেন।