সরকারি হাসপাতালে অভিনব কায়দায় চুরি! পাচার হচ্ছে রোগীর স্যালাইন, বালিশ, কম্বল

সরকারি হাসপাতালে রোগীদের কম্বল থেকে শুরু করে বিছানার চাদর, স্যালাইনের বোতল পর্যন্ত চুরির হাত থেকে রক্ষা পেলো না। এদিন এমনই এক ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতাল। দীর্ঘ বেশ কিছুদিন ধরেই সরকার থেকে কম্বল, বিছানার চাদর সহ রোগীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আসলেও হাসপাতল থেকে সেগুলি মাঝেমধ্যেই উধাও হয়ে যেত। অবশেষে এদিন এসকল জিনিসপত্রের গায়েব হয়ে যাওয়ার পেছনের আসল সত্য ঘটনা এলো সামনে। চুরির বিশেষ ধরন দেখে এদিন হতভম্ব হয়ে পড়েন সকলে।

বর্ধমান জেলার ‘হাইটেক চুরি’ শেষ পর্যন্ত এদিন ধরা পড়ে আর চোর ধরা পড়তেই দেখা যায় যে, বাইরের কেউ নয় বরং কাটোয়া হাসপাতালের অস্থায়ী কর্মী, আয়া সহ আরো তিনজন এই ঘটনায় জড়িত রয়েছেন। চুরির ঘটনা সামনে আসার পরই হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে খবর, প্রতিদিন সকাল বেলা হলেই রোগীদের ব্যবহৃত সকল জিনিসপত্র কাচার জন্য একটি সংস্থাকে দেওয়া হত এবং সেই সংস্থার এক ব্যক্তি এসে সেগুলি কালেক্ট করে নিয়েও যেতেন।

তিনতলা বিশিষ্ট কাটোয়া মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দ্বারা ব্যবহৃত জিনিসপত্র কাচার জন্য বাইরে পাঠানোর সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি টানেল বসানো হয় এবং এর দ্বারা সকল জিনিসপত্র নিচে পাঠানো হত। কিন্তু এদিন হাসপাতালের রোগী কল্যান সমিতির এক কর্মী চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের হঠাৎই নজর যায় সেই টানেলের দিকে। তিনি দেখেন যে, কাওসর শেখ নামের এক কর্মী সেই টানেলের ভিতর রোগীদের ব্যবহৃত কম্বল, চাদরসহ স্যালাইনের বোতল পর্যন্ত ঢুকিয়ে চলেছে। ফলে অসঙ্গতি লক্ষ্য করে তিনি পুলিশে খবর দেন এবং খুব দ্রুত সেখানে পুলিশ হাজির হয়ে আটক করে সেই ব্যক্তিকে।

পুলিশ সূত্রের খবর, ধৃত সেই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি এক প্রান্ত থেকে চাদর, কম্বল, স্যালাইনের বোতল সহ একাধিক জিনিস ঢুকিয়ে দিতেন এবং অপর প্রান্ত থেকে সেগুলি নিয়ে অন্যত্র পাচার করা হত। অন্যান্য সঙ্গীদের মধ্যে অস্থায়ী কর্মী লক্ষ্মী হাজরা এবং রিনা সরকার নামের এক আয়া জড়িত থাকার খবর দেয় সে। এই ঘটনাটির সামনে আসার পরই হাসপাতাল সুপার বলেন, “আমাদের হাসপাতালে রোগীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঠিকভাবেই আনা হয়ে থাকে। কিন্তু বেশ কিছুদিন ধরে এক্ষেত্রে অসঙ্গতির ছবি ধরা পড়ে এবং বর্তমানে চুরির ঘটনাটি সামনে আসার পরই আমরা প্রশাসনকে সবকিছু জানিয়েছি। তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর