বাংলা হান্ট ডেস্ক: এবার রাস্তায় যানজটের নজরদারি করাকরি করতে, কলকাতা পুলিশের মতন হাওড়া জেলা পুলিশের আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল পাশাপাশি হোমগার্ড ও ট্রাফিককে কর্মরত (Traffic Police) পুলিশ কর্মীদের জন্য ব্যবহার করা হবে বডি ক্যামেরা। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বরাবর পুলিশের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ। এবার সেই প্রশ্নের অভিযোগে, এই বডি ক্যামেরার ফুটেজ থেকে সমস্ত যাবতীয় খুঁটিনাটি খাতিয়ে দেখবে হাওড়া সিটি পুলিশ। তাই প্রথমে পাইলট প্রোজেক্ট শুরু হল হাওড়া ট্রাফিক গার্ড এলাকায়।
শহরের ট্রাফিকে নজরদারি বাড়াতে হাওড়া পুলিশের বড় উদ্যোগ (Traffic Police)
এছাড়াও হাওড়া ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ডিউটির সময় পুলিশ কর্মীদের এই বডি ক্যামেরা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি হাওড়া সিটি পুলিশের ৮টি ট্রাফিক গার্ডেন এই নিয়ম মানা হয়। তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র উচ্চপদমর্যাদা পুলিশ কর্মী রাই এই বডি ক্যামেরা ব্যবহার করতেন। পাশাপাশি ডিউটি চলাকালীন প্রত্যেক মুহূর্তে এ ক্যামেরা অন রাখা আবশ্যিক ছিল না (Traffic Police)।
= 
আরও পড়ুন: হাওড়া–সেক্টর ফাইভ মেট্রোতে বড়সড় পরিবর্তন! নতুন সময়সূচি না জানলে বিপদ
এছাড়াও গ্রাফিকে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবার এই নতুন নিয়ম চালু করা হল। কোন কর্মরত পুলিশকে ২৪ ঘন্টায় বডি ক্যামেরা অন রাখতে হবে। পাশাপাশি ডিউটি শুরু হওয়ার আগে ক্যামেরাটি ইউনিফর্মে সামনের অংশে লাগিয়ে সেটি অন করে দিতে হবে। তাছাড়া ডিউটি শেষে ক্যামেরাটি অফ করে ট্রাফিক গার্ডে জমা দিয়ে যেতে হবে।
পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বডি ক্যামেরা রেকর্ড করা সমস্ত তথ্য থেকে দেখা যাবে, কর্মরত ট্রাফিক পুলিশ কর্মী ঠিকঠাক তার দায়িত্ব পালন করেছেন কিনা। পাশাপাশি সাধারণ মানুষ মৌখিকভাবে কোন অভিযোগ জানালে এই ক্যামেরার ফুটেজ দেখা যাবে।
এই বিষয়ে হাওড়া পুলিশের এক কর্তা জানান, “পাইলট প্রোজেক্ট হিসাবে হাওড়া ট্রাফিক গার্ডে মোট ১২৫টি বডি ক্যামেরা দেওয়া হয়েছে। আরও প্রায় ৩০টি ক্যামেরা স্ট্যান্ডবাই হিসাবে রাখা হচ্ছে। এছাড়াও ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখার জন্য স্টোরেজের ব্যবস্থা করা হচ্ছে (Traffic Police)।”












