বাংলাহান্ট ডেস্ক : সংস্কার হবে সোদপুর ফ্লাইওভার (Sodepur Flyover)। তার জেরে বড় সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আগামী ১৯ শে জুলাই থেকে শুরু হবে সংস্কারের কাজ। তার জন্য আপাতত প্রতি সপ্তাহের শুক্রবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বন্ধ থাকবে এই ফ্লাইওভার (Sodepur Flyover)। খোলা হবে সেই সোমবার সকালে। এই সিদ্ধান্তের জেরে বড়সড় দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

সোদপুর ফ্লাইওভারে (Sodepur Flyover) বন্ধ থাকবে যান চলাচল
দীর্ঘ ৩৩ বছর আগে সেই বাম আমলে তৈরি হয়েছিল সোদপুর ফ্লাইওভার (Sodepur Flyover)। এর আগেও স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ব্রিজের। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছে বিয়ারিংয়ের গণ্ডগোল। তার জেরেই তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
কখন বন্ধ থাকবে ফ্লাইওভার: এর আগে থেকেই অবশ্য ১০ টনের বেশি ভারী যান চলাচল এই ফ্লাইওভার (Sodepur Flyover) দিয়ে বন্ধ রাখা হয়েছে। তবে এবার সপ্তাহান্তে রাতে ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্তে যান চলাচলে যে ভালো রকম চাপ পড়তে চলেছে তেমনটাই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। তার জন্য অবশ্য এখন থেকেই প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।
আরো পড়ুন : অমৃতা সিনহার এজলাসেই বাকি মামলা, ফেডারেশনকে বড়সড় ধাক্কা দিয়ে পরিচালকদের পক্ষে রায় আদালতের
বিকল্প রাস্তা কী: কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে বেশ কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। গাড়ি কোথায় রাখা হবে সে বিষয়ে পরিকল্পনা করে ফেলা হয়েছে। তার জন্য আলাদা ভাবে করা হয়েছে ব্যারিকেড। পাশাপাশি বিকল্প রাস্তা হিসেবে আপাতত উঠে আসছে একফোর্ড রোড এবং রামচন্দ্রপুরের রাস্তা। ওই রাস্তা দিয়ে বাস, লরির মতো গাড়ি যাতায়াত করতে পারবে বলেও জানা যাচ্ছে।
গত ২৬ শে জুন রাজ্যের পরিবহন দফতর, পূর্ত দফতর, পুরসভার সদস্য এবং কমিশনারেট ট্রাফিক আধিকারিকদের নিয়ে তৈরি একটি দল ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে। তখনি শুক্রবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত ফ্লাইওভারে (Sodepur Flyover) যা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বর্ষার মধ্যে এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার বন্ধ রাখায় নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের দাবি, সপ্তাহান্তে ছুটির দিনে গাড়ির চাপ কম থাকবে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
‘আমাদের পছন্দ ইসলাম, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা করে’, TMC বিধায়কের দাবিতে শোরগোল