হুগলির রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন রাজ্য পুলিশের CO দেবশ্রী চট্টোপাধ্যায় সহ ২ জন

Published On:

Bangla Hunt Desk: সাতসকালে এক ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্ক ছড়াল হুগলির (Hooghly) দাদপুর এলাকায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আচমকাই এক পুলিশের গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে। মুহুর্তের মধ্যেই কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা
পুলিশ সূত্রে খবর, সময় আনুমানিক তখন ৬ টা পার হয়ে গেছে। হুগলির দাদপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তখন টহল দিচ্ছিলেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ কর্মীও। আচমকাই সেখানে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার বালির লরিতে এসে সজোরে ধাক্কা দেয় একটি স্করপিও গাড়ি। এই দুর্ঘটনা ঘটায় সেখানে ছুটে যান তারা। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। গাড়িটি দেখে তারা বুঝতে পারেন এটি ডাবগ্রামের ১২ নং ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়ের (Debashree Chatterjee) গাড়ি।

মারা যান রাজ্য পুলিশের CO
তৎক্ষণাৎ দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ভেতর থেকে অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায় ও তাঁর নিরাপত্তারক্ষী তাপস বর্মণ এবং গাড়িচালক মনোজ সাহাকে বের করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় না। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। হাসপাতালের মর্গে তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তদন্তে নেমেছে পুলিশ
প্রাথমিকভাবে দুর্ঘটনা দেখে গাড়ির গতিবেগ বেশি ছিল বলে ধারণ করা হলেও, এই দুর্ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা, পুলিশ তা নিয়ে তদন্ত করছে। গাড়িটি সম্পূর্ণ ভেঙ্গেচুড়ে গেলেও, সেখান থেকেই নমুনা সংগ্রহের কাজ চলছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ানও নেওয়া হয়েছে।

রাজ্য পুলিশের এক দক্ষ অফিসারের এই ভয়ঙ্কর পরিণতিতে শোকস্তব্ধ গোটা পুলিশ মহল। সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের CO দেবশ্রী চট্টোপাধ্যায় শিলিগুড়ির ডাবগ্রাম থেকে বৃহস্পতিবার রাতে বেহালার পর্ণশ্রীতে নিজের বাড়ি ফেরার পথেই দাদপুরের এই দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

X