স্প্যাম কল থেকে মুক্তি! আমজনতার কোটা ভেবে তুখোড় প্ল্যান TRAI-র

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে মোবাইল ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে! কেউ কেউ আবার একটার বেশি ফোনও ব্যবহার করে থাকে। কিন্তু এই সাধের মোবাইলও মাঝেমধ্যে অস্বস্তিকর হয়ে ওঠে, যখন ঘনঘন স্প্যাম কলের (Spam Call) জ্বালায়। তবে এবার আমজনতাকে এই স্প্যাম কলের হাত থেকে নিস্তার দেওয়ার জন্যই আর্টিফিসিয়াল  ইন্টেলিজেন্স-র (AI) সাহায্য নিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI।

জানা যাচ্ছে  এবার এ আই-র সাহায্য নিয়েই স্প্যাম কলের বিরুদ্ধে বড় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাই। তার জন্য ইতিমধ্যেই ট্রাই-র নির্দেশ মেনেই ভোডাফোনের তরফে লঞ্চ করা হয়েছে একটি পাইলট প্রজেক্ট।  যার নাম স্যান্ডবক্স।  দিন ভর একাধিক স্প্যাম কল আসতে থাকায় অতিষ্ঠ হয়ে যান কমবেশি সকলেই।  অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে কিংবা ঠিক ঘুমাতে যাওয়ার সময়ই মোবাইলে চলে আসে এই ধরনের স্প্যাম।

কিন্তু এবার আর চিন্তা নেই। আগামী দিনে এ-আই-র সাহায্য নিয়েই এমন এক প্রযুক্তি আনা হবে যার ফলে ফোনেই স্প্যাম কল আসার সাথে সাথে তা নিজে থেকেই ব্লক হয়ে যাবে। ইতিমধ্যেই ট্রাই ডু নট ডিস্টার্ব নিয়ে এসেছিল। যদিও তাতে কোন উপকার হয়নি। আর এবার এআই -র সাহায্য নিয়েই এই ধরনের স্প্যাম কল বন্ধ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ট্রাই।

যার জন্য খুব শিগগিরই অফিশিয়ালি নির্দেশিকা জারি করা হতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হল, কিভাবে বন্ধ করা হবে স্প্যাম কল?জানা আছে, আগামী দিনে এআইয়ের সাহায্য নিয়েই একটি বিশেষ ফিল্টার আনতে চলেছে ট্রাই। যার মাধ্যমে ভারতের সমস্ত টেলিকম সংস্থাগুলি এই জাতীয় কলগুলিকে বন্ধ করে দেবে ব্যবহারকারীর কান পর্যন্ত পৌঁছানোর আগেই।

আরও পড়ুন: এবার আয়কর নোটিশ আসতে পারে অনলাইন পেমেন্ট করলেও! জানা আছে বাঁচার উপায়?

তবে এই কাজের জন্য সমস্ত কোম্পানির জন্যই থাকবে একটি কমন প্ল্যাটফর্ম। আর বিভিন্ন কোম্পানি  সেই প্ল্যাটফর্মে স্প্যাম  নম্বরগুলিতে রেজিস্ট্রেশন করবে। যার ফলে আগামী দিনে বন্ধ হতে চলেছে বিভিন্ন প্রচারমূলক কলগুলিও।প্রসঙ্গত উল্লেখ্য ট্রাই এখন যখন প্রকল্পটির ট্রায়াল রান চালিয়েছিল তখন তারা সফল হয়েছিল।

Spam Call 1

আগামী দিনে নব্বই শতাংশ পর্যন্ত স্প্যাম কল কমিয়ে দিতে পারবে নতুন প্রযুক্তি। আসলে যখনই কেউ  ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন,গাড়ি কিংবা অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইট থেকে বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে থাকেন তখনই তাদের কাছেই বেশি করে এই ধরনের স্প্যাম কল আসতে থাকে। তবে এবার খুব তাড়াতাড়ি এই ধরনের কল আসলেই তা ব্লক করে দেওয়া হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর