বাংলাহান্ট ডেস্ক : আবারও রেল দুর্ঘটনা! তবে এবার একটুর জন্য বড় বিপদ এড়ালো পুরবিয়া এক্সপ্রেস। সহরসা থেকে নিউ দিল্লি যাওয়ার পথে বেগুসরাই স্টেশনের কাছে হঠাৎই দু টুকরো হয়ে যায় ট্রেনটি। কেউ আহত না হলেও ঘটনায় তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
পূর্ব রেল সূত্রে খবর, স্টেশনে ঢোকার মুখে গতিবেগ যথেষ্ট কম ছিল ট্রেনটির। কিন্তু কোনো ভাবে কাপলিং খুলে সামনের দিকের থেকে আলাদা হয়ে যায় পিছনের দিকের বগি গুলি। যার জেরে দুটুকরো হয়ে যায় ট্রেনটি। সামনের বগি গুলি নিয়ে কিছুটা এগিয়ে যায় ইঞ্জিন কিন্তু পিছনের বগি গুলি সেখানেই থেকে যায়।
রেলের ইঞ্জিনিয়ারদের দাবি, কখনও কাপলিং খুলে গেলে নিজে নিজেই ব্রেক লেগে যায় বগিতে। যার ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে এবারের ঘটনাটিকে বিরাট দুর্ঘটনার হাত থেকে ভাগ্যজোরে বেঁচে যাওয়া হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র ট্রেনের গতিবেগ কম ছিল বলেই কারও মৃত্যু ঘটেনি এমনটাই মত তাঁদের।
এহেন বিনা মেঘে বজ্রপাত এর মত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রবল আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন অনেকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। তারপর ট্রেনটি মেরামত করে আবারও এগিয়ে যেতে বলা হয় চালককে।
দিন পনেরো আগেই পশ্চিমবঙ্গের ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত হয় বিকানের এক্সপ্রেস। আহত হন ২০০ এর বেশি মানুষ, প্রাণ যায় ৯ জনের। এই দুর্ঘটনার কারন হিসেবে তদন্তে রেলের গাফিলতির কথাই উঠে আসছে বারবার। এবার আরও একবার এহেন রেল দুর্ঘটনা রেলের গাফিলতির বিষয়টিকেই আরও স্পষ্ট করে তুলল, এমনটাই মত পর্যবেক্ষকদের।