মহারাষ্ট্রে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, যাত্রীবাহী ও মালবাহী ট্রেনে মুখোমুখি সংঘর্ষ, আহত ৫০ যাত্রী

বাংলাহান্ট ডেস্ক : ভয়ঙ্কর রেল দুর্ঘটনার (Train Accident) সাক্ষী থাকলো মহারাষ্ট্র (Maharashtra) গতকাল মধ্যরাত্রে গোন্দিয়ার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ৫০-এরও বেশি যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত যাত্রীদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে যাত্রীবাহী ট্রেনের তিনটি কামড়া লাইনচ্যুত হয়ে যায়।

মঙ্গলবার রাত ২:৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে, একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি এসে যাওয়ায় দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, সিগন্যালে সবুজ আলো দেখে বিলাসপুর-ভগত কোঠি এক্সপ্রেস যাত্রা শুরু করে। গোন্দিয়া পৌঁছবার পরই পিছন থেকে একটি মালবাহী ট্রেন সজোরে ধাক্কা মারে। অভিযোগ উঠে আসছে, টেকনিশিয়ানের কাছ থেকে সঠিক সিগন্যাল না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতের সংখ্যা ৫০-এর বেশি। এছাড়াও ১৩ জনের অল্প-বিস্তর আঘাত পেয়েছে বলে জানা যাচ্ছে।

2022 8image 09 16 059834396gondiatrainaccident

তবে মহারাষ্ট্রে রেল দুর্ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি এপ্রিল মাসেই নাসিকের কাছে একটি রেল দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় জয়নগর এক্সপ্রেসের এগারোটি কামরা লাইনচ্যুত হয়। ৩ এপ্রিল দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটে এই দুর্ঘটনাটি।

জানা যাচ্ছে, নাসিকের কাছে ডাউন লাইনে লাহবিত এবং দেবলালির মধ্যবর্তী এলাকায় নাইনচ্যুত হয় ১১০৬১ এলটিটি-জয়নগর এক্সপ্রেসের (পবন এক্সপ্রেস) বগিগুলি। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় উদ্ধারকারী ট্রেন ও মেডিক্যাল ভ্যান।

a88c798795526053d9d7afa79f516d29

জানা যায়, ভুসাওয়াল মন্ডলে নাসিকের কাছে ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গেই রেলকে খবর দেওয়া হয়। এই দুর্ঘটনাতেও অনেকে আহত হন বলে জানা যায়। গোন্দিয়ার ওই রেল দুর্ঘটনা আবারও নাসিকের স্মৃতি ফিরিয়ে দিলো বলেই মনে করছেন অনেকে। কিন্তু মহারাষ্ট্রে বারবার এই জাতীয় দুর্ঘটনা ঘটায় যাত্রী নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ভারতীয় রেল কর্তৃপক্ষ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর