করমণ্ডল দিয়ে গেল শিক্ষা! ট্রেনে টিকিট কাটার সময়ে এইভাবে ৩৫ পয়সা দিয়ে করে রাখুন ১০ লক্ষের বিমা

বাংলা হান্ট ডেস্ক: গত শুক্রবার দিনটি সমগ্ৰ দেশবাসীর কাছে একটি “অভিশপ্ত” দিন হয়ে রইল। কারণ, ওই দিনই ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার সম্মুখীন (Train Accident) হয় করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩০০-র কাছাকাছি। পাশাপাশি, আহত হয়েছেন প্রায় ৯০০ জন। এমতাবস্থায়, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার পর্যন্ত মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছে।

এদিকে, এহেন দুর্ঘটনার পরেই একটি বিষয়ের প্রসঙ্গ উঠে আসছে। অনেকেই হয়তো জানেন না যে, ট্রেনের টিকিট বুকিং করার সময়েই প্রত্যেকে ভ্রমণ বিমা অর্থাৎ ট্রাভেল ইন্স্যুরেন্সের সুবিধা পেতে পারেন। যার ফলে কখনও ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হলে আহত ব্যক্তি কিংবা নিহতের পরিবার বিমার ক্ষতিপূরণ পাবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র ৩৫ পয়সার বিনিময়ে ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গেই আমরা বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মূলত, ট্রেনের টিকিট বুক করার সময়ই যাত্রীদের কাছে এই বিকল্পটি উপলব্ধ থাকে যে তাঁরা ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে চান কি না। সেই অপশনে সম্মতি জানলেই যাত্রীদের থেকে টিকিটের সঙ্গে অতিরিক্ত ৩৫ পয়সা নিয়ে নেওয়া হয়। তবে, এটা মাথায় রাখতে হবে, যে যাত্রীরা অনলাইনে টিকিট বুক করেছেন কেবল তাঁরাই এই ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে পারবেন। পাশাপাশি, এই বিমা কেবলমাত্র কনফার্ম এবং RAC টিকিটের যাত্রীদের জন্য উপলব্ধ রয়েছে বলেও জানা গিয়েছে।

কত টাকার বিমা পাওয়া যায়: ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়ে কোনো যাত্রী আহত হলে তিনি এই বিমার ক্ষেত্রে সাড়ে ৭ লক্ষ টাকার বিমা পাবেন। এর পাশাপাশি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে বিনামূল্যে ২ লক্ষ টাকার চিকিৎসার সুবিধাও দেওয়া হবে। এদিকে, দুর্ঘটনার জেরে কোনো যাত্রীর মৃত্যু হলে বা তিনি পঙ্গু হয়ে পড়লে সেক্ষেত্রে তিনি বা তাঁর পরিবারের সদস্যরা ১০ লক্ষ টাকার বিমা পাবেন। এক্ষেত্রে, টিকিট বুকিংয়ের সময় এইজন্য নমিনির বিবরণও সঠিকভাবে পূরণ করতে হয়।

কিভাবে দাবি জানাবেন: জানিয়ে রাখি যে, ট্রেন দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে ওই বিমার নমিনি বা সুবিধাভোগীকে সংশ্লিষ্ট দুর্ঘটনার ৪ মাসের মধ্যে এই বিমার দাবি জানাতে হবে। যে সংস্থাটি এই বিমা করেছে সেখানে গিয়ে বিস্তারিত বিবরণ জানাতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই ট্রাভেল ইন্স্যুরেন্সের দাবি জানানোর কয়েক দিনের মধ্যেই এই সুবিধা পাওয়া যায়।

money

করমণ্ডল এক্সপ্রেসের ক্ষতিগ্রস্তরা কি এই বিমার সুবিধা পাবেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, নিয়ম অনুযায়ী করমণ্ডল এক্সপ্রেসের ট্রেনের টিকিট বুক করার সময় যে সমস্ত যাত্রী ৩৫ পয়সার বিনিময়ে এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি নিয়েছিলেন, তাঁরা এই বিমার আওতায় ১০ লক্ষ টাকা পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেল কিন্তু এই টাকা দেয় না। বরং, যে কোম্পানি যাত্রীদের ট্রাভেল ইন্স্যুরেন্স করেছে, সেই কোম্পানি থেকেই এই ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর