বাংলাহান্ট ডেস্ক: হঠাৎ করে রেলের পক্ষ থেকে বৃদ্ধি করা হল ভাড়া। অগ্নি মূল্যের বাজারে ট্রেনের ভাড়া বৃদ্ধির কথা জানতে পেরে অনেকেরই মাথায় হাত। আগের মতো আর সস্তা নয় ট্রেনে করে গন্তব্যে পৌঁছানো। সময়ের সাথে তাল মিলিয়ে একাধিক যানবাহনের আবিষ্কার হয়েছে। বহু মানুষের রয়েছে নিজের দু চাকা কিংবা চার চাকার গাড়ি।
তবে আজও মানুষের কাছে রেলের গুরুত্ব অপরিসীম। সস্তায় গন্তব্যে পৌঁছানোর জন্য অধিকাংশ মানুষ ভরসা রাখেন রেল ব্যবস্থার উপর। তবে সরকারের পক্ষ থেকে হঠাৎ করেই ট্রেন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে আপনাদের জানিয়ে রাখি ভারতীয় রেলে কিন্তু এই ভাড়া বৃদ্ধি পাচ্ছে না। বাংলাদেশের ট্রেনে (Bangladesh Railway) ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরোও পড়ুন : এক্কেবারে হালকা, ভেদ করতে পারবে না স্নাইপারের বুলেটও! দুর্দান্ত জ্যাকেট বানিয়ে খেল দেখাল DRDO
আপনি যদি বাংলাদেশে ভ্রমণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ুন। বর্তমান সময়ে ট্রেন, বাস, বিমান করে সহজেই বাংলাদেশ যাওয়া যায়। বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসা ও পড়াশোনার জন্য ভারতে আসেন। তবে বহু মানুষ বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ভরসা রাখেন ট্রেনের উপর।
আরোও পড়ুন : এবার বাড়ি বসেই হবে WBCS’র প্রিপারেশন! ঝটপট দেখুন সিলেবাস, জানুন কেমন হবে পরীক্ষার প্যাটার্ন
ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে যে তিনটি ট্রেন (Train) চলাচল করে তার ভাড়া বৃদ্ধি পেতে চলেছে। মার্কিন ডলারের উচ্চ বিনিময় হার এবং ভ্রমণ কর বৃদ্ধিকে দায়ী করা হয়েছে এই ভাড়া বৃদ্ধির জন্য। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভাড়া বাড়ানো হয়েছে ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস, খুলনার ও কলকাতার মধ্যে চলা বন্ধন এক্সপ্রেস ও ঢাকা ও শিলিগুড়ির মধ্যে সংযোগস্থাপনকারী মিতালী এক্সপ্রেসের।
সূত্রের খবর, মৈত্রী এক্সপ্রেস স্লিপারের ভাড়া ৪৯০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৩৬০০ টাকা করা হয়েছে। মিতালী এক্সপ্রেসের স্লিপারের ভাড়া ৬৭০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া হয়েছে ৪২৯০ টাকা করা হয়েছে। বন্ধন এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া ২৯৫০ টাকা এবং এসির চেয়ার কারের ভাড়া ২৩০০ টাকা করা হয়েছে।