পাহাড়, আকাশ, ঋতুর ছায়ায় বদলায় জলের রং—দেশের ৭ জাদুকরি হ্রদের হদিশ রইল

Published on:

Published on:

Travel 7 unique lakes in a country full of natural wonders
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি ভ্রমণপ্রেমী মানুষ। পাশাপাশি আপনি দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন। তাহলে আজকে প্রতিবেদনটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে এমন কয়েকটি জায়গার কথা আপনাদেরকে বলবো, যেখানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধরা দেয় সেই জায়গাগুলোর নতুন রূপ (Travel)। সেই তালিকায় রয়েছে দেশের অন্যতম সাতটি হ্রদ। চাইলে আপনি ঘুরে দেখতে পারেন এই হ্রদ গুলো।

জলের রং বদলায় মুহূর্তে! প্রকৃতির বিস্ময়ে ভরা দেশের ৭ অনন্য হ্রদ (Travel)

প্যাংগং লেক: আপনিও যদি পাহাড়ে ঘুরতে ভালোবাসেন। পাশাপাশি হ্রদ দেখতে ভালোবাসেন। তাহলে এই জায়গাটা একেবারেই আপনার জন্য‌। এই হ্রদটি ভূপৃষ্ঠ থেকে ১৪২৭০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই লেকের জলের রং ধীরে ধীরে পাল্টাতে থাকে। কারণ মেয়ে থেকে সেপ্টেম্বর মাসে এই লেকে ঘুরতে গেলে আপনি দেখতে পাবেন গারো নীল রঙের জল। অপরদিকে অক্টোবর মাস থেকে ঘুরতে গেলে দেখতে পারবেন এই লেকের বরফের সৌন্দর্য (Travel)।

Travel 7 unique lakes in a country full of natural wonders

আরও পড়ুন: বিয়ের মরশুমে হু হু করে বাড়ল সোনার দাম! জানুন আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

গুরুদংমার হ্রদ: উত্তর সিকিমে এই লেকটি অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ১৭০০০ উপরে অবস্থিত। শীতকালে এই লেকের রং পাল্টে একেবারে সাদা হয়ে যায়। পাশাপাশি গ্রীষ্মকালে এই লেকের জল নীল রঙের দেখতে হয়। আপনি এখানে ঘুরতে চাইলে জুন থেকে অক্টোবরের মধ্যে ঘুরে যেতে পারেন।

চন্দ্রতাল লেক: হিমাচল প্রদেশের কোলে লুকিয়ে থাকা একটি হিডেন জেম এর জায়গা চন্দ্রতাল লেক। ধরে এখানের লেকৈর জল স্ফটিক নীল রং ধারণ করে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জলের রং হয় পান্না সবুজের মতন। জুলের শেষ থেকে সেপ্টেম্বরের দিকে এখানে ঘুরে যেতে পারেন।

মানসবল হ্রদ: জম্বু কাশ্মীর অবস্থিত এই লেকটি। বর্ষায় এই হ্রদ ধারণ করে একেবারে বাদামী রং। মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে আপনি ঘুরতে আসতে পারেন।

লোনার ক্রেটার লেক: মহারাষ্ট্রের অন্যতম লেখ হল এটি। জানা যায় ৫০ বছর আগে নাকি উল্কাপিন্ডের আঘাতে তৈরি হয়েছে এই হ্রদটি। যা গোলাপি রঙ ধারণ করে। আপনি এখানে ঘুরতে আসতে পারেন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। অথবা চাইলে মেয়ে ও জুন মাসেও এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন।

তসোমগো লেক: সিকিমের আরো একটি হিডেন জায়গা হল তসোমগো লেক। যার শীতকালে একবারে বাদামি রঙ ধারণ করে। অপরদিকে বসন্তকালে এই লেকের রং হয়ে ওঠে ফিরোজা রঙের। আপনি এখানে ঘুরতে আসতে চাইলে এপ্রিল থেকে জুন অথবা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আসতে পারেন।

লোকটাক হ্রদ: মনিপুরের লোকটাক হ্রদ অন্যতম তালিকায় রয়েছে। কারণ বর্ষায় এই লেকের রং ঘননীল হয়ে ওঠে। পাশাপাশি শীতকালে এই লেক হয়ে ওঠে শ্যাওলা সবুজ রঙের। এছাড়া এখানে ঘুরতে আসতে চাইলে আপনি নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আসতে পারেন (Travel)।