পাহাড়প্রেমীদের জন্য সুখবর! এই ৪ গ্রামেই পাবেন কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে নিরিবিলি দৃশ্য

Published on:

Published on:

Travel do you love mountain then these 4 quiet villages are the best places to visit Kanchenjunga

বাংলা হান্ট ডেস্ক: দুর্যোগ কাটিয়ে সেরে উঠেছে পাহাড়। তার ওপর সামনেই আছে শীতকাল। উত্তরবঙ্গে যাওয়ার ইচ্ছে অনেকের থাকে। উত্তরবঙ্গের কথা বললেই সবার আগে মাথায় আসে দার্জিলিং এর কথা। তবে সেখানে লোকজনের সমাগমে আপনি প্রাকৃতিক পরিবেশ সেইভাবে উপভোগ করতে পারবেন না। তার থেকে যদি আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনি যেতে পারেন উত্তরবঙ্গের এই জায়গাগুলিতে। রইল উত্তরবঙ্গের আশেপাশে চারটি জায়গা যেখানে ভিড় নেই অথচ আছে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক দৃশ্য।

পাহাড় ভালোবাসেন? তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা ঠিকানা এই ৪ নিরিবিলি গ্রাম (Travel)

ইচ্ছেগাঁও: কালিম্পংয়ের কোলে লুকিয়ে রয়েছে এক অচেনা জনপদ ইচ্ছে গাঁও। যেখানে চার-পাশটা সবুজের ঢাকা। সূর্যোদয়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ও উঁকি দেয় এখানে। পাশাপাশি এইখানে গেলে আপনি ঘুরে দেখতে পারেন, পেডং, আরিতার, মানখিম ও সিলারিগাঁও-এর মতো জায়গা (Travel)।

Travel do you love mountain then these 4 quiet villages are the best places to visit Kanchenjunga

আরও পড়ুন: ঘরোয়া উপকরণেই তৈরি করুন বিনা পেঁয়াজের মজাদার মাংসের কালিয়া, রেসিপি রইল

তিনচুলে: ৯০ দশকের ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশনের সহায়তায় তিনচুলে হয়ে উঠেছে ইকো ট্যুরিজমের অংশ। এখানে গেলে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখতে পাবেন। পাশাপাশি দেখতে পারবেন তিস্তার উপত্যকা ও সিকিমের বিভিন্ন জায়গা। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে এখানে যেতে সময় লাগে ৭৪ কিলোমিটার।

চটকপুর: টাইগার হিলের খুব কাছেই অবস্থিত চটকপুর। এই পরিবেশবান্ধব গ্রাম থেকে ধরা দেয় স্লিপিং বুদ্ধা। দার্জিলিং সফরে গেলে একদিন এখানে রাত কাটাতে পারেন। পাশাপাশি এখানে একাধিক হোমস্টে পেয়ে যাবেন। তাছাড়া দার্জিলিং মলরোড থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে চটকপুর অবস্থিত।

ধোত্রে: আপনি যদি কাঞ্চনজঙ্ঘা কে ভালোভাবে দেখতে চান তাহলে যেতে পারেন ধোত্রে। মাঝেমধ্যে রাতের অন্ধকারে ও ধরা দেয় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও মানেভঞ্জন থেকে এখানে যেতে সময় লাগে ১১ কিলোমিটার। এখানে যেতে গেলে আপনি ঘুরে নিতে পারেন টংলু, টুমলিং, চিত্রে, মেঘমা, সান্দাকফু (Travel)।