প্রথমবার শীতে ট্রেকিং? এই বিষয়গুলো মনে রাখলে আপনি হবেন ঝামেলা মুক্ত

Published on:

Published on:

Travel don't make mistakes on a winter trip! tips for first-time trekkers
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল আসলে পরে পাহাড়ে ট্রেক করার স্বপ্ন বহু মানুষের থাকে। বিশেষ করে কম বয়সি ছেলেমেয়েরা এই সময়টার জন্য মুখিয়ে থাকেন (Travel)। কারণ, বরফের মধ্যে ট্রেক করার আনন্দই আলাদা। তার ওপর এইসময় মাইনাস এর তাপমাত্রা থাকায় বরফের চূড়াগুলো স্পষ্ট দেখা যায়। তাই যতই ঠান্ডা হাওয়া বয়ে যাক না কেন, অনেকেই এই শীতকালকে আদর্শ ট্রেকের সময় বলে মনে করেন। এবার আপনিও যদি এবছর শীতে প্রথম ট্রেক করার পরিকল্পনা করেন। তাহলে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

উইন্টার ট্রিপে ভুল করবেন না! প্রথমবার ট্রেকারদের জন্য টিপস (Travel)

১) ২-৩ কে লেয়ারের জামা-কাপড়: ট্রেক করতে গেলে শুধুমাত্র একটা জ্যাকেট বা একটা সোয়েটার যথেষ্ট নয়। আপনাকে এর জন্য ২-৩ প্লেয়ারের পোশাক পড়তে হবে। পাশাপাশি পড়তে হবে ফ্লিস জ্যাকেট ও প্যাডেট জ্যাকেট। এর সঙ্গে রাখতে হবে থার্মাল। তবে আপনি যদি মাইনাসের তাপমাত্রায় যান তাহলে এই জ্যাকেটগুলো সঙ্গে নিয়ে যাবেন। এছাড়াও আপনার জ্যাকেট যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে ভীষণ ভালো। কারণ তুষার পাতের পরে আপনি এই জ্যাকেট গুলো পড়তে পারবেন (Travel)।

Travel don't make mistakes on a winter trip! tips for first-time trekkers

আরও পড়ুন: ইন্টারনেট না থাকলেও টাকা পাঠান UPI-তে, কীভাবে পাঠাবেন বিস্তারিত জানুন…

২) জুতোর সঙ্গে অবহেলা নয়: উইন্টার ট্রেকে যেতে হলে আপনাকে ওয়াটারপ্রুফ জুতো পরতে হবে। কারণ বরফের মধ্যে দিয়ে হাঁটলে ওয়াটারপ্রুফ জুতো পরা ছাড়া আর কোন গতি থাকে না। তাই ভালো মানের একটি জুতো প্রয়োজন হবে। পাশাপাশি ২-৫ জোড়া মোজা অতিরিক্ত রাখবেন।

৩) ট্রেক পোল: ট্রেকে যেতে গেলে একটি লাঠির ভীষণ প্রয়োজন হয়। যা আপনাকে সম্পূর্ণ ট্রেকে সাহায্য করবে। পাশাপাশি এক হাঁটু বরফের মধ্যে দিয়ে হাঁটলে আপনাকে এই লাঠি বা পোল রাস্তা খুঁজতে সাহায্য করবে। পাশাপাশি ট্রেকে দুর্ঘটনার হাত থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে।

৪) গরম জলের ফ্ল্যাস্ক ও স্লিপিং ব্যাগ ব্যবহার করুন: ট্রেকে গেলে জল তেষ্টা পাবেই। তাই ফ্ল্যাস্কে গরম জল নিয়ে যাবেন। এছাড়াও শীতের রাতে সাধারণত কম্বলে ঠান্ডা নাও কাটতে পারে। তখন স্লিপিং ব্যাগ ব্যবহার করতে পারেন।

এছাড়াও কম খরচে প্রথমবার শীতকালের ট্রেকে যেতে চাইলে যেতে পারেন সান্দাকফু। এছাড়াও যেতে পারেন সিকিমে। পাশাপাশি যেতে পারেন উত্তরাখণ্ডের কুয়ারি পাস, কেদার কুন্ঠর মতো জায়গায় (Travel)।