পুজোয় বন্ধুরা পাহাড়ে যাওয়ার প্ল্যানিং করছেন? কাছেই ঘুরে আসুন এই অফবিট জায়গা গুলো থেকে

Published on:

Published on:

Travel friends planning to go to the hills for Puja visit these offbeat places

বাংলা হান্ট ডেস্ক: হাতেগুনে আর মাসখানেক বাকি। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই সময় সকলেই পরিবারের সঙ্গে ঘুরতে (Travel) যেতে পছন্দ করে। তবে ভারতের এমন অনেক জায়গা আছে যেখানে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। আজ আপনাদের সঙ্গে সেই রকমই কিছু অফবিট ঘুরতে যাওয়ার জায়গা শেয়ার করবো।

পুজোর ছুটিতে বন্ধুরা মিলে ঘুরতে আসুন এই পাহাড়ি জায়গাগুলো থেকে (Travel)

গ্যাংটক, লাচেন-লাচুং, জ়ুলুক অধিকাংশ গন্তব্যই বাঙালির চেনা। তাই এ বার পুজোয় বন্ধুদের সঙ্গে  নতুন এই স্পট (Travel) থেকে ঘুরে আসতে পারেন কম খরচে। এখানে গেলে আপনি অনায়াসে কাটায়ে দিতে পারবেন ৫-৬ দিন।

সিসু: বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার উপযুক্ত জায়গা সিসু। অটল টানেল পেরোলেই দেখতে পাবেন এই গ্রামটি। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে চন্দ্রনদী। এই গ্রামে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবে। পাশাপাশি চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রামটি আশেপাশে রয়েছে অসংখ্য গাছ। এখানে ঘুরতে আসলে লর্ড গিফাংয়ের মন্দির, সিসু নালা, সিসু জলপ্রপাত আর একটি বৌদ্ধ গুম্ফা এইগুলো ঘুরতে আপনাকে যেতেই হবে। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে।

Travel friends planning to go to the hills for Puja visit these offbeat places

আরও পড়ুন: পুজোর আগে ডায়েটে আছেন? সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিকেনের এই রেসিপিটি

হরসিল ভ্যালি: উত্তরাখণ্ডের অন্যতম অফবিট জায়গা হরসিল ভ্যালি। রুদ্র প্রয়াগ থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে এই জায়গাটি পড়বে। এইখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য। এইখানে গেলে আপনি আপেল চাষের ক্ষেত দেখতে পারবেন। এছাড়াও এখানে থাকার জন্য একাধিক হোমস্টে পাবেন। আপনি চাইলে এখানে এসে ক্যাম্পিং করতে পারবেন।

মেচুকা: অরুণাচল এমনি প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। এখানে গেলে আপনি যেতে পারেন মেচুখা। আলো থেকে মেচুখার দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার। পাশাপাশি এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভাল করতে বাধ্য। এখানে আসলে আপনি রামো, লিবো ও তাগিন উপজাতির মানুষেরাদের দেখতে পাবেন। পাশাপাশি এখানে ঘুরতে আসলে ইন্দো-চীন সীমান্ত ঘুরে দেখতে পারেন।