বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়তে না পড়তে সকলেই কোথাও না কোথাও ঘুরতে যায় (Travel)। পাশাপাশি এই শীতের সময় দার্জিলিং হয়ে ওঠে জমজমাট। এ বছরও তার অন্যথা হয়নি। কারণ ক্রিসমাসের আগে বাঙালির ভিড় জমেছে দার্জিলিং এ। তাছাড়া এই শীতের মৌসুমে প্রতিদিন স্পষ্ট ভাবে দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও ২৫ ডিসেম্বর সময় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই বরফ দেখতে হলে আপনি এবারে শীতের দার্জিলিংয়ের আশায় বসে না থেকেও যেতে পারেন উত্তরবঙ্গের এই তিনটে জায়গায়। দেখুন সেইগুলা কি কি।
শীতের ট্রিপে বরফ দেখতে চান! প্রিয়জনকে নিয়ে দার্জিলিংয়ের এই স্পটে ঘুরে আসুন (Travel)
শীতের মরশুম পড়তে না পড়তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন আপনি। তবে এই মরশুমে পাহাড়ে গেলে পরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা কষ্টদায়ক হয়ে ওঠে। কারণ এই সময় পাহাড়ে পর্যটকদের সংখ্যা বেশি হয়। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনার জন্য রইল এই ঠিকানাগুলো (Travel)।

আরও পড়ুন: শীতের দুপুরের গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিন্ন স্বাদের চিকেনের এই পদটি, রেসিপি দেখুন
মেঘমা: বরফ দেখার ইচ্ছে থাকলে আপনি চলে যেতে পারেন মেঘমা। এখানের উচ্চতা প্রায় ২৬০০ মিটার। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারিতে তুষারপাতের সম্ভাবনা থাকে এখানে। তাছাড়াও, দার্জিলিং থেকে মেঘমার দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার (Travel)।
সান্দাকফু: হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করতে চাইলে যেতে পারেন সান্দাকফু। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি বরফ দেখতে পাবেন। দার্জিলিং থেকে মানোভঞ্জনের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এখানে গেলে আপনি ঘুরে দেখতে পাবেন মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসেরও। এছাড়াও একরাতের জন্য ঘুরে আসতে পারেন টুমনিংয়ে। সেখান গেলেও আপনি বরফের দেখা পাবেন।
নামচি: বরফ দেখতে হলে যেতে পারেন সিকিম। সিকিমের থেকে কিছুটা দূরেই অবস্থিত নামচি। এখানে শীতকালে গেলে আপনি বরফের দেখা পাবেন। পাশাপাশি ডিসেম্বর বা জানুয়ারিতে সিকিম ঘুরতে গেলে অবশ্যই এই স্থানে যাবেন। তাছাড়া ডিসেম্বর বা জানুয়ারী তে ঘুরতে আসলেই যেতে পারেন রাবাংলা, পেলিংয়া (Travel)।












