প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান? কাঞ্চনজঙ্ঘা দেখা ও পেলিং ঘুরে আসুন অফবিট স্টাইলেই

Published on:

Published on:

Travel offbeat adventures of the Himalayas are calling you

বাংলা হান্ট ডেস্ক: পূজোয় ছুটিতে অনেকেই সিকিম বেড়াতে গিয়েছে। আবার অনেকে পুজোর শেষে হয়তো উত্তরবঙ্গের কোথাও ঘুরতে যাবেন (Travel) । অথবা ঘুরতে যেতে পারেন নভেম্বর বা ডিসেম্বর মাসে ঘুরতে যেতে পারেন গ্যাংটক, ছাঙ্গু, নাথুলা। এবার এইসব জায়গা যদি আপনার যাওয়ার থাকে তাহলে এবার সেই জায়গায় না গিয়ে ঘুরে আসুন পশ্চিম সিকিমের রিনচেনপুং থেকে।

হিমালয়ের অফবিট অ্যাডভেঞ্চার ডাকছে আপনাকে  (Travel)

৫৫৭৬ ফুট উচ্চতায় অবস্থিত রিনচেনপং। এটি ট্রেনিংয়ের খুব কাছের একটি অফবিট গ্রাম। এখানে সবুজে ঘেরা গোটা অঞ্চল রয়েছে। পাশাপাশি এইখানে ঘুরতে গেলে আপনার মন ফুরফুরে হয়ে যাবে। কারণ এখানে না আছে শহরের কোলাহল না আছে দূষণ (Travel) ।

পাশাপাশি এই গ্রামটি যেহেতু খুব একটা পরিচিত নয় তাই এই গ্রামে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার উপযুক্ত জায়গা। এছাড়াও এখানে বসেই আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘাকে (Kangchenjunga)।

Travel offbeat adventures of the Himalayas are calling you

আরও পড়ুন: পুজোর খাওয়াদাওয়ায় ভিন্ন স্বাদ! গরম গরম চা আর মুচমুচে সুজির কাটলেট, রইল রেসিপি

এছাড়াও রিনচেনপং ঘুরতে গেলে আপনি ঘুরতে যেতে পারেন পেলিং কিংবা ভার্সে। সেখান থেকে আপনি যেতে পারেন, রাবদেনতসে রুইনস, রিম্বি জলপ্রপাত, চাঙ্গে জলপ্রপাত, কালুক গ্রাম ইত্যাদি জায়গা। আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে সে এই জায়গার আশপাশ আপনি ঘুরে দেখতে পারেন।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

নিউ জলপাইগুড়ি থেকে রিনচেনপং দূরত্ব মাত্র ১২৮ কিলোমিটার। এখানে গাড়ি করে যেতে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা। তাই আপনি পেলিং থেকে এইখানে যেতে পারেন। কারণ স্পেলিং থেকে যেতে ৪৫ কিলোমিটার রাস্তার দূরত্ব পড়বে। এছাড়া এখানে ঘুরতে আসলে আপনি একাধিক হোমস্টে পাবেন। তবে পরিবারকে নিয়ে ঘুরতে আসলে আগের থেকে বুকিং করে আসাই শ্রেয় (Travel)।