দেশেই স্কাই সাইক্লিং! রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য ঘুরে আসুন এই জনপ্রিয় ডেস্টিনেশনগুলো

Published on:

Published on:

Travel some great places for sky cycling a great guide for adventure lovers
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন? কোথাও ঘুরতে গেলেই নানান ধরনের এক্সাইটিং কিছু করবেন পরিকল্পনা করেন (Travel)। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু জায়গার কথা যেখানে ঘুরতে গেলে আপনি করতে পারবেন স্কাই সাইক্লিং। আর এই জায়গাগুলো রয়েছে ভারতের মধ্যে। জেনে নিন কোথায় গেলে পরে আপনি এই অ্যাডভেঞ্চার গুলো করতে পারবেন।

ভারতে স্কাই সাইক্লিংয়ের দারুণ কিছু জায়গা—অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য দুর্দান্ত গাইড (Travel)

ঋষিকেশ: আপনিও যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে আপনি যেতে পারেন ঋষিকেশ। কারণ এখানে গেলে পরে শিবপুরি এলাকায় রয়েছে স্কাই সাইক্লিংয়ের ব্যবস্থা (Travel)। তার সঙ্গে মাঝ আকাশে ঝুলন্ত কেবেলে সাইকেল চালানোর আনন্দ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সাইক্লিংয়ের করতে হলে প্রায় ৪৮০ মিটার পর জুড়ে রাইডের আনন্দ উপভোগ করতে পারবেন।

Travel some great places for sky cycling a great guide for adventure lovers

আরও পড়ুন: ডিমের ঝোল নয়, বিশেষ মশলায় বানিয়ে ফেলুন নতুন স্টাইলের কুসুম কোফতা, জানুন রেসিপি

কুলু-মানালি: কুলু মানালিতেও আপনি করতে পারবেন এই ধরনের অ্যাডভেঞ্চার। আর এই অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা সারা জীবনের জন্য আপনি মনে রাখবেন। কারণ হারনেস পরে ঝুলন্ত কেবলের ওপর সাইকেল চালানো আজীবন মনে থাকবে।

গুরুগ্ৰাম: গুরুগ্ৰামের স্কাই সাইক্লিনিংয়ের অভিজ্ঞতা নিতে হলে আপনাকে যেতে হবে আরবান আখাড়ায়। এখানেই রয়েছে এই বিশেষ এক ট্রাক। ঝুলন্ত কেবেল এর ওপর দিয়ে সাইকেল চালাতে পারবেন আপনি এখানে। পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে রয়েছে গুরুগ্ৰামের বাড আই ভিউ।

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কাছেই রয়েছে কানাকাপুরায় অবস্থিত ডিসকভারি ভিলেজ রিসর্ট। যেখানে আপনি এই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি ৩০ ফুট উঁচু কেবেলের ওপর দিয়ে এই অ্যাডভেঞ্চার করার সুযোগ রয়েছে (Travel)।