বাংলা হান্ট ডেস্ক: পুজো শেষ হয়েছে। আর সামনেই আছে শীতকাল। এই সময় সকলেই কমবেশি কোথাও না কোথাও ঘুরতে যায়। তবে পুজোর সময় খরচ করার পর বর্তমানে কোথাও ঘুরতে যাওয়া পকেটে চাপ সৃষ্টি করছে অনেকেরই। কিন্তু আপনিও যদি এবারের শীতে কোথাও ঘুরতে যেতে চান অল্প খরচে। তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য (Travel)। কারণ এই জায়গাগুলি যেতে ১০ হাজার টাকা মাত্র লাগবে।
ছুটি কাটান কম খরচে, এই জায়গাগুলো ঘুরতে গেলে ব্যয় হবে কম (Travel)
পুজোর ছুটির পর পরিবারের সকলের নিয়ে ঘুরতে যেতে প্ল্যান করছেন। কিন্তু কোথায় ঘুরতে যাবেন তা ভেবে পাচ্ছেন না। আজকের প্রতিবেদনে জানানো হল মাত্র ১০ হাজার টাকায় পরিবার কিংবা প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গা গুলো (Travel)।
আরও পড়ুন: ঘরে বসেই বানান টেস্টি দইবড়া, দীপাবলির পার্টিতে সবার মন জয় করবে, রেসিপি রইল
ইয়কসাম: পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসুন ইয়কসাম। জলপাইগুড়ি থেকে ছয় সাত ঘন্টা পেরিয়ে পড়বে সিকিমের এই জায়গাটি। এটি একটি ঐতিহাসিক শহর। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে এখানে আপনি আসতে পারেন (Travel)। এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন, রয়্যাল প্যালেস, পুরনো মনেস্ট্রি ডুব্দি গুম্ফা, নরবুগাং পার্ক আপনার ৩-৪দিনের সময় কাটানোর জন্য উপযুক্ত। ১০০০-২০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন অজস্র হোটেল, হোমস্টে এবং রিসর্ট।
চারখোল: পাহাড়ি গ্রামের পরিবেশ উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন কালিম্পং থেকে কিছুটা দূরে অবস্থিত চারখোল। কলকাতা থেকে মাত্র ৬৩০ কিমি দূরে রয়েছে এই জায়গাটি। এখানে আসলে আপনি দেখতে পাবেন। এছাড়াও এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়, কমলালেবু ও এলাচ গাছ এবং অসাধারণ পাহাড়ি পথ আপনার মন ভরিয়ে দেবে। এছাড়াও এখানে কয়েকটা হোম স্টে রয়েছে। তবে পরিবারের সঙ্গে গেলে আগের থেকে বুকিং করে আসবেন।
নামচি: দক্ষিণ সিকিম জেলায় অবস্থিত নামচি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান তুষার শৃঙ্গের দৃশ্য দেখতে পাবেন। এখানে আসতে হলে আপনাকে গাড়ি ভাড়া করে আসতে হবে। তাছাড়া আসার সময় আপনি দেখতে পাবেন রক গার্ডেন, চারধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, গঙ্গোত্রী ইত্যাদি মন্দিরের সুদৃশ্য রেপ্লিকা তৈরি হয়েছে অনেকটা জায়গা জুড়ে। এখানে আসলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।