বাংলা হান্ট ডেস্ক: শীতকালে নানান জায়গায় ঘুরতে (Travel) যাওয়া হয়। তবে আপনি যদি ছুটির অভাবে বাইরে কোথাও ঘুরতে যেতে না পারেন তাহলে মন খারাপ করার কিছু নেই। কারন আপনি উইকেন্ডে যেতেই পারেন ভঞ্জনগর। এখানে গেলে আপনি প্রকৃতির সান্নিধ্যে অনায়াসে দুদিন সময় কাটিয়ে আসতে পারবেন।
উইকএন্ডে পরিবারকে নিয়ে ঘুরে আসুন শীতের ওমে মোড়া ভঞ্জনগর (Travel)
শীতের ছুটির কথা বললেই মাথায় আসে পুরী, দিঘা বা দার্জিলিং এর কথা। কিন্তু এইসব জায়গায় যেতে গেলে একদিকে যেমন হাতে সময় রাখতে হয়। অপরদিকে ছুটির মরশুমে এইসব জায়গায় এখন পর্যটকের ভিড় চোখে পড়ার মতন থাকে। কিন্তু আপনি যদি দুদিনের ছুটিতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন ভঞ্জনগর। এখানে গেলে অনায়াসে দুদিন আপনি কাটিয়ে আসতে পারবেন (Travel)।

আরও পড়ুন: মা-ঠাকুমার রেসিপি ‘সরুচাকলি’ বারবার ফেল! নিখুঁত পিঠের আসল নিয়ম জানুন
এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন চারিদিকে রয়েছে পাহাড়। আর রয়েছে মাঝে জলধারা। তাছাড়া এখানে রয়েছে নেচার ক্যাম্প। এছাড়াও দহ জলাধারের পাশেই গড়ে উঠেছে পিকনিক স্পট। এখানে শীতকালে প্রচুর পাখির দেখা পাবেন। পাশাপাশি পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে আসলে অনায়াসে সময় কাটিয়ে যেতে পারবেন।
এখানের মূল আকর্ষণ হল দহ ড্যাম। তবে এখানে ঘুরতে আসলে আপনি দেখতে পারেন, বিজু পট্টনায়ক পার্ক, বন বিহার ইকো-ট্যুরিজম সেন্টার, বেলেশ্বর মন্দির। এ ছাড়া এই দহ জলাধার থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রয়েছে বাঘা জলপ্রপাত, তপ্তপানি হটস্প্রিং ও বুধাখোল জলপ্রপাতের মতো বিভিন্ন জায়গা।
কী ভাবে যাবেন এবং কোথায় থাকবেন?
ট্রেনে গেলে নামুন ব্রহ্মপুর স্টেশন। সেখান থেকে ভঞ্জনগর প্রায় ৮০ কিলোমিটারের রাস্তা। অথবা ব্রহ্মপুর স্টেশন থেকেই গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন ভঞ্জনগর। চাইলে দহ জলাধারের পাশেই রাত কাটানোর জন্য একাধিক রিসর্ট এবং হোটেল পেয়ে যাবেন। তবে ছুটির মরশুমে আসলে পরে আগের থেকে হোটেল বা রিসোর্ট বুক করে আসা ভালো হবে (Travel)












