এখানে একবার পা রাখলে মুগ্ধ হবেন আপনি! ভারতের এই ৫ কৃষ্ণ মন্দির যেন জীবন্ত শিল্পকলা

Published on:

Published on:

Travel these 5 Krishna temples in India are not just a place of philosophy

বাংলা হান্ট ডেস্ক: সামনেই পুজো। এইসময় ঘুরতে (Travel) অনেকেই যাবেন। আর ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে পাহাড় অথবা সমুদ্রের কথা। তবে আপনি যদি এবার এই পাহাড় সমুদ্র বাদ দিয়ে অন্য কোথাও যেতে চান। তাহলে যেতে পারেন এই পাঁচটি মন্দিরে। তার ওপর আপনি যদি কৃষ্ণভক্ত হন তাহলে তো আর কোন কথাই নেই। এখানে গেলে আপনার মন ভালো হবে। এক ঝলকে জেনে নিন এই দেশের অসংখ্য কৃষ্ণ মন্দিরের মধ্যেও যে কৃষ্ণ মন্দিরগুলি সৌন্দর্যে ভরপুর।

শুধু দর্শন নয়, শিল্প-ঐতিহ্যের খনি ভারতের এই ৫ কৃষ্ণমন্দির (Travel)

প্রেম মন্দির: এই মন্দির তাজমহলের থেকে কম কিছু নয়। উত্তরপ্রদেশের মথুরাও বৃন্দাবনে অনেক রাধা কৃষ্ণের বিখ্যাত মন্দির রয়েছে। তবে এই মন্দির অন্যান্য সকল মন্দিরের থেকে একটু বেশি জনপ্রিয়। কারণ এই মন্দিরের সৌন্দর্য ও মহিমা দেশের পাশাপাশি বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। মন্দিরটি ২০০১ সালে তৈরি হয়। পাশাপাশি মন্দিরটি ১২২ ফুট লম্বা ও ১৫৫ ফুট চওড়া।

Travel these 5 Krishna temples in India are not just a place of philosophy
আরও পড়ুন: পেনশন বাঁচাতে করতে হবে এই একটি কাজ, নইলে বন্ধ হবে আপনার টাকা…

যুগল কিশোর মন্দির: মথুরার (Mathura) অন্যতম বিখ্যাত মন্দির হল এটি। জানা যায় মথুরা শ্রীকৃষ্ণের প্রাচীর মন্দির হল যুগল কিশোর মন্দির। পাশাপাশি এই মন্দির কেশীঘাটা নামেও পরিচিত। লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হয় এই মন্দিরটি।

গুরুভায়ুর মন্দির: গুরুভায়ু মন্দির মূলত কেরালায় (Kerala) অবস্থিত। এই মন্দিরে বিষ্ণু দেবতার অবতার রূপে পূজিত হন শ্রীকৃষ্ণ। এছাড়াও এই মন্দির শ্রীকৃষ্ণের নামে উৎসর্গ করা। পাশাপাশি এই মন্দিরের কারুকার্য গুলি দেশের অন্যান্য কারুকার্যের মধ্যে অন্যতম। কথিত আছে স্বয়ং ব্রক্ষা এখানে কৃষ্ণের মূর্তি পুজো করেছিলেন।

শ্রীনাথজি মন্দির: রাজস্থানের (Rajasthan) অন্যতম মন্দির শ্রীনাথজি মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা শ্রীনাথজি। তবে এখানে শ্রী কৃষ্ণকে পুজিত করা হয়। আনুমানিক প্তদশ শতকের শেষ দিকে শ্রীনাথজির মূর্তি এই মন্দিরে আনা হয়। তারপর থেকে পুজো করা হয়।

দ্বারকাধিক মন্দির: কথিত আছে এই মন্দির প্রায় ২৫০০ বছরের পুরনো। গুজরাটে (Gujarat) দ্বারকা নগরীতে অবস্থিত এটি। এখানেও শ্রী কৃষ্ণকে পুজো করা হয়। ৫ তলা সমান উঁচু এই মন্দিরে প্রায় ৭২ টি স্তম্ভ আছে। এখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য।