বাংলা হান্ট ডেস্ক: পুজোর সময় অনেকেই নানান জায়গা ঘুরতে গিয়েছে। আবার অনেকে পুজোর সময় কলকাতার বাইরে যেতে চান না। তাই পুজোর পরে ঘুরতে যাওয়ার কথা ভাব। কিন্তু এই উৎসবের মরশুমে হাজার হাজার টাকা খরচ করার পর পকেটে চাপ সকলেরই থাকে। তার মাঝখানে আপনি যদি ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে ডেস্টিনেশনে এই জায়গাগুলোকে ডাকতে পারেন। কারণ মাত্র ১০ হাজার টাকার মধ্যে এই জায়গাগুলো ঘুরে আসা সম্ভব (Travel)।
পুজোর পরের বাজেট ট্রিপের জন্য এই স্পটগুলো হতে পারে আদর্শ (Travel)
পুজোর পর ঘুরতে যাবেন ভাবছেন? কিন্তু কোথায় যাবেন তা ঠিক করতে পারছেন না। তাহলে এই জায়গায় ঘুরে আসতেই পারেন আপনি। এটি একদম আদর্শ জায়গা পুজোর সময় ঘুরতে যাওয়ার। তার ওপর এই বছর পুজোর সময় আপনি যদি পাহাড়ে ঘুরতে যান তাহলে আপনি যেতে পারবেন এই জায়গা গুলোতে (Travel)।
আরও পড়ুন: উৎসবের মরশুমে স্টাইলিং ও ট্রিটমেন্টের প্রভাবে চুল খারাপ? এই মাস্ক রক্ষার সহজ উপায়
ইয়াসাম: জলপাইগুড়ি থেকে মাত্র ৬-৭ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম সিকিমের ইয়াসাম। এটি একটি ঐতিহাসিক শহর। জিনজি শহর থেকে নির্জনতা উপভোগ করতে আপনি এখানে আসতেই পারেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন একাধিক মনাস্ট্রি। আপনি এখানে অনায়াসে তিন চার দিন কাটিয়ে যেতে পারেন। আর হোমস্টে তে থাকতে খরচ পড়তে পারে ১০০০-২০০০ টাকা।
চারখোল: পাহাড়ি গ্রামের পরিবেশ উপভোগ করতে আসতে পারেন কালিম্পং থেকে কিছুটা দূরে অবস্থিত চারখোল। কলকাতা থেকে মাত্র ৬৩০ কিমি দূরেও রয়েছে এই জায়গাটি। এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়, কমলে লেবু ও এলাচ গাছ দেখতে পাবেন। পাশাপাশি এইখানে আপনি পায়ে হেঁটে গ্রামটি ঘুরে দেখতে পারেন। এখানে থাকতে গেলে আপনার হোটেলে ও খাওয়া-দাওয়া মিলিয়ে মোট ১০০০-২০০০ টাকা খরচ পড়বে।
নামচি: দক্ষিণ সিকিম জেলায় অবস্থিত নামচি। কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য তুষার শৃঙ্গের দৃশ্য দেখতে একবার হলেও ঘুরে আসুন এই জায়গাটি থেকে। এখানে গেলে আপনি সামদ্রুপচে ( রক গার্ডেন, চারধাম (কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, গঙ্গোত্রী ইত্যাদি মন্দিরের সুদৃশ্য রেপ্লিকা তৈরি হয়েছে অনেকটা জায়গা আপনি ঘুরতে যেতে পারেন (Travel)।