ভিড় এড়াতে দার্জিলিংয়ের বদলে ঘুরে আসুন এই তিন শান্ত পাহাড়ি জনপদ

Published on:

Published on:

Travel to avoid the crowds visit these three quiet hill towns instead of north bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে সকলেই কমবেশি কোথাও না কোথাও ঘুরতে যায়। আর ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে দিপুদার বিষয়। অর্থাৎ দার্জিলিং, পুরী, অথবা দিঘা। কিন্তু এই শীতে উত্তরবঙ্গ আপনার যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে সেখানে এই মরশুমে গিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না মানুষের কোলাহলে। তার থেকে বড় আপনি উত্তরবঙ্গ না গিয়ে ঘুরতে যেতে পারেন পশ্চিমবঙ্গেরই এই তিনটি পাহাড়ি জায়গায় (Travel)।

শেষ মুহূর্তে ট্রাভেল প্ল্যান মিস? রইল ৩ নতুন পাহাড়ি গন্তব্যের পরামর্শ (Travel)

শীতকাল পড়লে পরেই সকলে কম বেশি কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। এবার আপনিও ভাবছেন ঘুরতে যাবেন। কিন্তু কোথায় ঘুরতে যাবেন তা ঠিক করে উঠতে পারেননি এখনো। যদি আপনি পাহাড় ঘুরতে চান তাহলে আর আপনাকে কষ্ট করে উত্তরবঙ্গ যেতে হবে না (Travel) । পশ্চিমবঙ্গের এমন তিনটি জায়গা রয়েছে যেখানে আপনি পাহাড়ের পরিবেশ ও পাবেন পাশাপাশি পাবেন প্রাকৃতিক পরিবেশ। কোথায় সেই তিনটে জায়গা? রইল আজকে প্রতিবেদনে।

Travel to avoid the crowds visit these three quiet hill towns instead of north bengal

আরও পড়ুন: আলু-ফুলকপির বিরক্তি দূর করুন! নতুন স্বাদে নিরামিষ রেজ়ালা এখন ঘরেই বানিয়ে নিন, রইল রেসিপি

দেওমালি: শীতের ছুটিতে আপনি ঘুরতে যেতে পারেন দেওমালি। কোরাপুট থেকে দেওমালির দূরত্ব ৬০ কিলোমিটার। এখানে গেলে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। পাশাপাশি এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন পূর্বঘাট পর্বতমালার অপূর্ব দৃশ্য। এছাড়াও নিরিবিলিতে সময় কাটাতে পারবেন আপনার প্রিয় মানুষের সঙ্গে। এখানে গেলে আপনি ঘুরে আসতে পারেন পেন্ডাজাম ও পুটসিল, রানি ডুডুমা জলপ্রপাত, জোলাপুট ড্যাম, বলদা কেভ, দুধারী জলপ্রপাত, কোলাব ড্যাম ইত্যাদি। তাছাড়া দেওমালি ঘুরতে হলে আপনাকে নামতে হবে কোরাপুট স্টেশন। এখানে থাকতে হলে হোটেলও বুক করতে হবে কোরাপুটেই।

ঝালদা: পুরুলিয়া আপনি যদি যান তাহলে যেতে পারেন ঝালদা। পুরুলিয়া ঘুরতে গেলে বেশিরভাগ মানুষেরাই এই জায়গাটিকে আইটিনারিতে রাখেন। এখানে ঘুরতে আসলে আপনি দেখতে পাবেন, তাছাড়া ঘুরে দেখতে পারেন গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, অযোধ্যা পাহাড় ইত্যাদি জায়গা। এছাড়াও যেতে পারেন, জাজোহাতু, তুলিন গ্রাম, লক্ষ্মীপুর জলপ্রপাত, লায়েক বাঁধ, পাঁড়রি ড্যাম, চেমটাবুরু পাহাড়, সিন্দ্রোলিয়া, কীর্তনিয়া পাহাড়, গজাবুরু শৃঙ্গ ইত্যাদি জায়গা ঘুরে নিতে পারেন ঝালদা সার্কিটে (Travel)।

ম্যাকলাস্কিগঞ্জ: আপনি যদি হাওয়া বদল করতে চান তাহলে যেতে পারেন ম্যাকলাস্কিগঞ্জ। যদিও আগে এখানে পর্যটকদের ভিড় লেগে থাকত। তবে বর্তমানে পর্যটকের আনাগোনা কমেছে। কিন্তু এই পাহাড়ি জনপদে আজও আপনি ছুটি কাটাতে পারেন। এখানে আসলে আপনি প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন (Travel)। এখানে আসলে আপনি ঘুরে দেখতে পারবেন  ঝুনঝুনিয়া ঝরনা, ডুগাডুগি নদী, চট্টি নদী, দুল্লি গ্রামের সীতাকুণ্ড ইত্যাদি জায়গা ঘুরে দেখতে পারেন ম্যাকলাস্কিগঞ্জে।