বাংলা হান্ট ডেস্ক: সামনেই পুজো। সেই সময় অনেকেই ঘুরতে (Travel) যাবে নানান জায়গায়। তবে আপনার পুজোর ছুটির আগে কোথাও যেতে মন চাইছে। তাহলে সপ্তাহের শেষে পরিবার , প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে আসুন অল্প বাজেটে এই তিনটি জায়গায়।
পুজোর আগে সপ্তাহ শেষ অল্প কিছু টাকায় ঘুরে আসুন এই ৩ টি জায়গা থেকে (Travel)
বাঙালির কাছে দিপুদা অত্যন্ত জনপ্রিয় জায়গা। কমবেশি সকলেই দার্জিলিং, পুরি, দীঘা ঘুরতে গেছে। তবে এবার সারা সপ্তাহ অফিস করে পরিবার,প্রিয়জন, বন্ধুবান্ধবদের নিয়ে অল্প কিছু টাকায় ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে।
আরও পড়ুন: সুস্থ থাকতে প্রতিদিন সকালে খালি পেটে রসুন খাচ্ছেন! অজান্তেই শরীরের বড় রোগ বাসা করছে না তো?
ধান্যকুড়িয়া রাজবাড়ি: কলকাতা ( kolkata) থেকে মাত্র ৫৩ কিলোমিটার দূরে অবস্থিত এটি। এই রাজবাড়িটি বিদেশি দুর্গের আদলে তৈরি। এইখানে রয়েছে মোট তিনটি রাজবাড়ি। যা হল – গায়েন, বল্লভ, সাউ। এখানে ঘুরতে আসলে আপনি রাজবাড়ির পাশাপাশি ঘুরতে যেতে পারেন বল্লভ ম্যানসন, রাসমঞ্চ, চন্দ্রকেতুগড়, কাচুয়া ধাম ইত্যাদি জায়গায়। আপনারা জানলে অবাক হবেন এই জায়গাগুলো ঘুরতে আপনার ৩০০০ টাকার কম খরচ হবে।
পলাশবাড়ি ইকোলজিক্যাল রিসর্ট: শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আপনি আসতেই পারেন পুরুলিয়ায় (Purulia)। এখানকার লাল মেঠো পথ ও প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য। এছাড়াও এখানে ঘুরতে আসলে অনায়াসে গড়পঞ্চকোট, বড়ন্তি, পাঞ্চেৎ, শুশুনিয়া, অযোধ্যা ঘুরে যেতে পারেন।
বগুরান জলপাই: দীঘা মন্দারমনি তো অনেক গেছেন। এবার যেতে পারেন বগুরান জলপাই’তে। এখানের নির্জন সমুদ্রে, সমুদ্রের ডাক শুনতে আপনি পারবেন। তাছাড়া দেখতে পাবেন সূর্যাস্তের অপরূপ রূপ। এইখানে যেতে হলে আপনি কলকাতা (Kolkata) থেকে গাড়ি নিয়ে যেতে পারেন। পাশাপাশি এইখানে সাধ্যের মধ্যে সমুদ্রে ভ্রমন হয়ে যাবে আপনার।