ট্রেনের শেষ কামরার পিছনের এই ক্রসই নিরাপত্তার চাবিকাঠি, কি কাজে লাগে? ৯০% মানুষই বলতে পারবেন না

Published on:

Published on:

Travel why is there a cross at the end of the train you will be surprised to know the reason
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যেতে (Travel) আমরা সকলেই কমবেশি ভালোবাসি। তার ওপর ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে ভারতীয় রেলের কথা। কারণ এইখানে আপনি স্বল্প খরচায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। যার কারণে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে ভরসা রাখে রেলের ওপর।

ট্রেনের শেষে ক্রস কেন? জানলে অবাক হবেন (Travel)

তাছাড়া মানুষের এই চাহিদা মেটাতে পাশাপাশি সুস্থভাবে পরিষেবা দিতে নানা ধরনের সংকেত ব্যবহার করে থাকে রেল। যার মধ্যে অনেকটাই আমাদের জানা থাকলো বেশ কিছু অজানা রয়েছে এখনো। যেমন দূরপাল্লার ট্রেনের কথা ধরলে, দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এক শেষ কামরায় একটি বড় ক্রস চিহ্ন দেখা যায়। তবে কেন এই চিহ্নটি ব্যবহার করা হয় তার কারণ অনেকেই জানেনা, আজকের প্রতিবেদনে জানানো হল এর আসল কারণ কি (Travel)।

Travel why is there a cross at the end of the train you will be surprised to know the reason

আরও পড়ুন: একটু ভুল হলেই শক্ত! খাসির মাংস নরম তুলতুলে করতে মেনে চলুন এই কৌশল

ট্রেনের শেষ কামরায় ক্রস চিহ্ন আকার মূল কারণ হলো ট্রেনের শেষ কামরাটিকে চিহ্নিত করা। একইসঙ্গে এই ক্রস চিহ্ন দেখলেই বোঝা যায় টোয়েন্টি পুরো অংশ ওই স্টেশন থেকে এগিয়ে গিয়েছে। অতএব এর পিছনে আর কোন কামরা নেই। বিশেষ করে সেইসব জায়গায় যেখানে দৃশ্যমানতা কম থাকে। অথবা রাতের অন্ধকারে বা যেখানে সিগন্যালের উপর ভরসা করা যায় না।

তাই সেইসব স্থানে ট্রেন এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই চিহ্ন দেখলে বোঝা যায় ট্রেনটি পুরোপুরি স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। যদিও এই ঘটনা বিরল তবে অনেক ক্ষেত্রে শোনা যায়, চলন্ত ট্রেন থেকে কোচ আলাদা হয়ে গেছে। সেই সব ক্ষেত্রে সনাক্ত করা সম্ভব যদি ট্রেনে শেষ কোচে ক্রস চিহ্ন না থাকে তা দেখে। অতএব আপৎকালীন এই পরিস্থিতি জানান দিতেও গুরুত্বপূর্ণ এই চিহ্নটি।

এই ক্রস চিহ্নটি ট্রেনের শেষ অংশ বোঝাতে যেমন ব্যবহার করা হয়। তেমনই ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন ক্রস চিহ্নের নিচে ঠিক মাঝখানে লেখা থাকে LV। যার অর্থ হলো শেষ কামরা। অর্থাৎ এর মধ্যে কোনটি রাতে শনাক্ত করা সম্ভব নয়। তাই অন্ধকারের ট্রেনে শেষ বোঝানোর জন্য শেষ কামরায় এক ধরনের লাল আলোও থাকে। যা রাতে দপ দপ করে। যাতে দূর থেকেও সহজে চোখে পড়ে যায় (Travel)।